Calcutta High Court: ‘পুজোগুলোর কী হবে? অনুমতি বাতিল করতে হবে?’, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2024 | 4:22 PM

Durga Puja: কলকাতা পুলিশের নির্দেশিকা হল, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না। এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না, দাঁড়াতে পারবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে।

Calcutta High Court: পুজোগুলোর কী হবে? অনুমতি বাতিল করতে হবে?, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের
পুজোর সার্কুলার নিয়ে মামলা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: পুজোর মুখেই কলকাতা পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। সিপি মনোজ ভার্মা নিজে স্বাক্ষর করেছেন সেই নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে, কলকাতার নির্দিষ্ট কিছু জায়গায় পুজোর সময় জমায়েত করা যাবে না। বউবাজার, ধর্মতলা, হেয়ার স্ট্রিট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ পাঁচজনের বেশি এক জায়গায় থাকতে পারবেন না। পুজোয় বিপুল ভিড় দেখতে অভ্যস্ত কলকাতা শহরে, এমনটা কীভাবে সম্ভব? সেই প্রশ্ন তুলে মামলা হয়েছে। আর এবার রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হল আদালতে।

বৃহস্পতিবারই জনস্বার্থ মামলা হয় আদালতে। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে ছিল মামলার শুনানি। রাজ্যের পক্ষে এদিন জানানো হয়, এই ১৪৪ ধারা নতুন কিছু নয়। ২০২৩ সাল থেকে এটা লাগু আছে। প্রতি ৬ মাস পর পর এটা পুনর্নবীকরণ করা হয়। রাজ্যের এই বক্তব্য ঠিক নয় বলে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ রাজ্যকে প্রশ্ন করেন, ‘তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয়, সেগুলির কী হবে? সেগুলির অনুমতি তো বাতিল করতে হবে।’ এই প্রশ্নের উত্তরে রাজ্য বলে, ‘একদমই না। এই ১৪৪ ধারা শুধুমাত্র ওই ৫০-৬০ মিটার এলাকার জন্যই বহাল থাকছে।’

এই খবরটিও পড়ুন

কলকাতা পুলিশের নির্দেশিকা হল, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না। এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না, দাঁড়াতে পারবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশিকা নিয়েই বিতর্ক।

Next Article