Dev reached CBI Office: সিবিআই দফতরে দেব, গরু পাচারকাণ্ডে চলছে জিজ্ঞাসাবাদ
CBI: একেবারে 'কুল অ্যান্ড ক্যাজুয়াল' শরীরী ভাষায় গাড়ি থেকে নামলেন তিনি।
কলকাতা: গরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে হাজির হলেন অভিনেতা-সাংসদ দেব। মঙ্গলবার সকাল ১১টায় তাঁর সিবিআই দফতরে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু তার কিছু আগেই, সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সামনে এসে দাঁড়ায় সুপারস্টার দেবের গাড়ি। পরণে আকাশী শার্ট, ফরমাল ট্রাউজার, বাঁ হাতে ধরা হলুদ রঙের শীত পোশাক। একেবারে ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ শরীরী ভাষায় গাড়ি থেকে নামলেন তিনি। সঙ্গে থাকা রক্ষী গাড়ি থেকে বের করে দিলেন নীল রঙের ছোট্ট একটি জলের বোতল। একেবারে স্বাভাবিক ছন্দে হেঁটে সিবিআই দফতরের প্রবেশ দ্বারে পা রাখলেন দেব। লিফটে ওঠার আগে চিত্র সাংবাদিকদের আবদার মেনে দিলেন ছবি তোলার সুযোগও। একেবার অন্য ছবি দেখা গেল এদিন নিজাম প্যালেসে। এখনও অবধি দেবের মতো কোনও সুপারস্টারকে নিজাম প্যালেসে হাজির হতে হয়নি ঠিকই। তবে অন্যান্য রাজ্যে বহু সময় বহু সেলেবকে তদন্তকারীদের জেরার মুখে পড়তে হয়েছে। সবসময়ই দেখা গিয়েছে, সংবাদমাধ্যমকে তাঁদের এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। এদিন দেবের মধ্যে কিন্তু একেবারেই সেই ‘ব্যস্ততা’ ছিল না। বরং দেখা গিয়েছে উল্টোটাই। শরীরী ভাষায় মনে হয়েছে, তদন্তকারীদের সবরকম সহযোগিতায় রাজি তিনি।
গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে একাধিকবার সিবিআই জেরা করে। এরপরই সেই জেরার হাত ধরে গরুকাণ্ডে সাক্ষী হিসাবে উঠে আসে টলিপাড়ার তারকা দেবের নাম। গরু পাচারকাণ্ডে দেবের নাম জড়াতেই হইচই পড়ে যায় রাজ্যজুড়ে। একদিকে তিনি যেমন সিনে তারকা। একইভাবে তিনি এ রাজ্যের শাসকদলের সংসদ-প্রতিনিধি। ঘাটালের তৃণমূল সাংসদ তিনি। গত ৯ ফেব্রুয়ারি দেবকে সিবিআই নোটিস পাঠায়। নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য বলা হয়।
সূত্রের খবর, এনামুল হকের সঙ্গে দেবের বেশ কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। সেই সব তথ্যই খতিয়ে দেখতে দেবকে তলব। এদিন তাঁকে গরু পাচার সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি যাবতীয় বয়ান রেকর্ডও করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, ২০১৭-১৮ সাল নাগাদ গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে দেব নগদ কয়েক লক্ষ টাকা এবং মূল্যবান ঘড়ি উপহার নেন। এই সমস্ত কিছু খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।