Sheikh Sahajahan: শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করল সিবিআই, ধৃত আরও ২ সাগরেদ

Supriyo Guha | Edited By: Soumya Saha

Mar 16, 2024 | 10:07 PM

CBI Sandeshkhali Case: গতকাল ফের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। শনিবার বেলা ১১টার সময় হাজিরার জন্য বলা হয়েছিল। সেই মতো আজ সকালে সিবিআই অফিসে পৌঁছান আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আলমগিরের উত্তর সন্তোষজনক হয়নি বলেই সূত্রের খবর। শেষে দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই।

Sheikh Sahajahan: শাহজাহানের ভাই আলমগিরকে গ্রেফতার করল সিবিআই, ধৃত আরও ২ সাগরেদ
শেখ শাহজাহান
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এবার সিবিআই-এর জালে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগির। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বের শেষে শনিবার রাতেই শেখ আলমগিরকে গ্রেফতার করেছে সিবিআই। ইডির উপর হামলার ঘটনায় ধৃত শেখ শাহজাহান বর্তমানে রয়েছেন সিবিআই হেফাজতে। গত ৫ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, শাহজাহানকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তাঁর ভাই শেখ আলমগির। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সিবিআই অফিসে হাজিরার কথা ছিল আলমগিরের। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর গতকাল ফের নোটিস পাঠানো হয়েছিল তাঁকে। শনিবার বেলা ১১টার সময় হাজিরার জন্য বলা হয়েছিল। সেই মতো আজ সকালে সিবিআই অফিসে পৌঁছান আলমগির। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আলমগিরের উত্তর সন্তোষজনক হয়নি বলেই সূত্রের খবর। শেষে দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শাহজাহানের ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করে সিবিআই।

উল্লেখ্য, ইডির তদন্তকারী দলের উপর হামলার ঘটনার তদন্তে এদিন মোট ১৫ জনকে ডেকে পাঠানো হয়েছিল সিবিআই-এর অফিসে। সেই তালিকায় ছিলেন, সন্দেশখালি ব্লকের তৃণমূল ছাত্র পরিষেদের প্রেসিডেন্ট মাফুজার মোল্লা ও অপর এক তৃণমূল নেতা সিরাজুল মোল্লাও।

গত ৫ জানুয়ারি ইডির উপর হামলার সময় উন্মত্ত জনতাকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে এই দুজনের ভূমিকা ছিল বলে সন্দেহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই সূত্র ধরেই তাঁদের ডাকা হয়েছিল সিবিআই অফিসে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। কিন্তু উত্তর সন্তোষজনক না হওয়ায় এই দুজনকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, এই মাফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা উভয়েই শেখ শাহজাহানের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল।

 

Next Article