Jiban Krishna Saha: গরু পাচারেও জীবন যোগ? অনুব্রতের গ্রেফতারির পর থেকেই সিবিআই ব়্যাডারে বড়ঞার বিধায়ক

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 29, 2023 | 9:48 PM

Cow Smuggling Case: গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে জীবন কৃষ্ণ নাম পায় সিবিআই। গরু পাচারের সঙ্গেও বিভিন্ন ভাবে যুক্ত জীবন, এমনটাই সিবিআই সূত্রে খবর।

Jiban Krishna Saha: গরু পাচারেও জীবন যোগ? অনুব্রতের গ্রেফতারির পর থেকেই সিবিআই ব়্যাডারে বড়ঞার বিধায়ক
গরু পাচারেও জড়িত জীবন কৃষ্ণ?

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অভিযোগে সোমবার ভোরে মুর্শিদাবাদে আন্দির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ৬৫ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে তাঁকে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। তবে নিয়োগ দুর্নীতির পাশাপাশি গরু পাচারেও জড়িত থাকতে পারেন জীবন কৃষ্ণ। অন্তত এমনটাই মনে করছেন গোয়েন্দারা। সে জন্য গরু পাচারে জীবন কৃষ্ণের ভূমিকা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, গরু পাচার মামলাতেও যোগ পাওয়া গিয়েছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার নাম। গরু পাচার মামলার তদন্ত করতে গিয়ে জীবন কৃষ্ণ নাম পায় সিবিআই। গরু পাচারের সঙ্গেও বিভিন্ন ভাবে যুক্ত জীবন, এমনটাই সিবিআই সূত্রে খবর।

বড়ঞার তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। বীরভূমে জীবনের একাধিক সম্পত্তি হদিশও মিলেছে। অনুব্রতের গ্রেফতারের পর থেকেই সিবিআই স্ক্যানারে ছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ। তদন্তকারীরা গরুপাচারে জীবনের ভূমিকা খতিয়ে দেখছিলেন। সিবিআই সূ্ত্রে জানা গিয়েছে, বীরভূম থেকে গরু মুর্শিদাবাদ হয়েই পাটার করা হত। এই গরু যখন জীবন কৃষ্ণের এলাকা দিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়া হত, তখন তিনিও সেখান থেকে টাকা তুলতেন বলে জানতে পেরেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে, জীবনের বিপুল সম্পত্তির বহরও ভাবাচ্ছে তদন্তকারীদের। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই এ সংক্রান্ত তথ্য সিবিআই-এর হাতে আসে। এত দিন তাঁর উপর গোয়েন্দারা নজরও রাখছিলেন তদন্তকারীরা।

রাজ্যে গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলাতেই বীরভূমে তৃণমূলের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন। তার পরই নজরে এসেছেন জীবন কৃষ্ণ। মুর্শিদাবাদের বাসিন্দা হয়েও বীরভূমে কী ভাবে বিপুল সম্পত্তি গড়লেন জীবন সে প্রশ্ন ভাবাচ্ছে গোয়েন্দাদের। ২০১৮-২২ সালের মধ্যে কয়েক কোটি টাকার জমি কেনা হয়েছে বলে অভিযোগ। অনুব্রত মণ্ডলের সহায়তাতেই এই জমি কেনা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। আগামী দিনে এ সংক্রান্ত আর কী তথ্য সামনে সে দিকেই এখন নজর বিশেষজ্ঞ মহলের।

Next Article