Sheikh Shahjahan: ‘শাহজাহান শেখ যেন ওসামা বিন লাদেন’, বেনজির তুলনা আদালতে
High Court on Sheikh Shahjahan: বিচারপতি প্রশ্ন করেন, পুলিশ পারেনি গ্রেফতার করতে। ইডি তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে। কীভাবে আশা করছেন সিবিআই তাকে ধরতে পারবে? আপনাদের তো সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তারপরেও সমস্যা হচ্ছে?

কলকাতা: ৫ জানুয়ারি সন্দেশখালিতে আক্রান্ত হয় ইডি। তারপর ১২টা দিন কেটে গিয়েছে। পুলিশকে বারবার ভর্ৎসনা করেছে আদালত। তারপরও কোনও হদিশ নেই শাহজাহান শেখের। এর মাঝে শুধু প্রকাশ্যে এসেছিল একটি ‘ভয়েস মেসেজ।’ ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে শাহজাহান শেখ বলে দাবি করে অভয় দেন তৃণমূল কর্মীদের। সন্দেশখালি সংক্রান্ত সেই মামলায় এবার শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল সিবিআই। লাদেনের মতো সন্ত্রাসবাদীরা প্রায়শই কোনও গোপন আস্তানা থেকে অডিয়ো বা ভিডিয়ো বার্তা দিয়ে থাকেন। তাই সিবিআই বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন বলে, ‘ওঁর এক ফোনে হাজার হাজার লোক জড় হয়ে যায়। আবার লাদেনের মতো ভয়েস মেসেজ পাঠায়।’
সন্দেশখালি মামলার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের হাতে। সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে ইডি। এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও রায় দেয়নি আদালত। বুধবার বিকেলে রায় দেবেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার আগে শুনানিতে বিচারপতি জানতে চান, ইডি কীভাবে সিবিআই-এর ওপর ভরসা করছে?
বিচারপতি প্রশ্ন করেন, পুলিশ পারেনি গ্রেফতার করতে। ইডি তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছে। কীভাবে আশা করছেন সিবিআই তাকে ধরতে পারবে? আপনাদের তো সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তারপরেও সমস্যা হচ্ছে? উত্তরে ইডি-র জবাব, পুলিশ তাকে কোনওদিনই ধরতে পারবে না। অন্যদিকে, সিবিআই-এ আইনজীবী এদিন আদালতে বলেন, “আমাদের হাতে যদি তদন্তভার দেওয়া হয়, তাহলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ দায়িত্ব নেবে। এর আগে রাম জয়ন্তীতে ঝামেলার পর হনুমান জয়ন্তীতে সিবিআই দায়িত্ব পেয়েছিল। সেটায় কোনও গোলমাল হয়নি।”
এদিন বিকেলে পুলিশ সুপার র্যাঙ্কের দক্ষ অফিসারদের নাম দেবে সিবিআই ও রাজ্য সরকার। বুধবারই আদালতের নির্দেশে শাহজাহানেরা বাড়ির সামনে বসানো হয়েছে সিসিটিভি। তারপরও কেন শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে পারল না? ফের একবার সেই প্রশ্ন করেছেন বিচারপতি।





