কলকাতা: এক দিন আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণ। জনমনে কাটেনি বিষাদের মেঘ। ৯ আগস্ট সকাল ৯টা, রাজ্যে দেখল এক নতুন বর্বরতা। রাজ্যে অন্যতম মেডিক্যাল কলেজে আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হল মহিলা ডাক্তারি পড়ুয়ার অর্ধনগ্ন মৃতদেহ। নির্ভয়া থেকে কামদুনি! বিষাদ ও যন্ত্রণার মেঘ ঢেকে রাখল শহরের আকাশ।
ঘটনা প্রকাশ্যে আসতেই অপরাধস্থল থেকে মিলল একটি ব্লুটুথ হেডফোন। তার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়র। অবশ্য, বিক্ষোভের আগুন তখন সদ্য জ্বলেছে। শহরজুড়ে সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে প্রতিবাদ। রাজ্যের অন্যতম মেডিক্য়াল কলেজে এমন ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় কলেজে কর্তৃপক্ষকে। কলেজের নিরাপত্তার দিকে আঙুল তুলে প্রাক্তন অধ্যক্ষকে ঘেরাও করে পডু়য়ারা। পরিস্থিতির অবনমন দেখে নিজেই দায় ঠেলে পদত্যাগ করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।তবে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্বভার পান তিনি। আর তারপরেই পড়ুয়া থেকে জনসাধারণ, সকলের নজরে চলে আসেন এই ক্ষমতাশালী অধ্যক্ষ।
অন্যদিকে, রাজ্যের নারী নিরাপত্তার এই অবক্ষয় নিয়ে পথে নেমেছেন সাধারণ। প্রতিবাদ, মিছিল, জনরোষ অন্য তিলোত্তমাকে দেখল শহরবাসী। পথে হেঁটে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দাবি জানালেন ধর্ষকের ফাঁসির। পথে নামলেন নির্যাতিতার মা-বাবাও। জানালেন, রাজ্য পুলিশ নয়, তাঁদের আস্থা একমাত্র কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআইয়ে।
শিয়ালদহ কোর্টে উঠল মামলা। মামলার তদারকির দায়িত্বভার নিল সুপ্রিম কোর্ট। এরই মাঝে। আবার আর জি কর-কাণ্ডের হাত ধরে প্রকাশ্যে এল আর জি কর দুর্নীতির। টেন্ডারে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ দায়ের হল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানা ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ডাক্তারি পড়ুয়া খুনে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হল তথ্যপ্রমাণ লোপাট, ষড়যন্ত্র ও সরকারি কর্মী হিসাবে কর্তব্যে গাফিলতির মামলা।
কেটে গিয়েছে ১২৮ দিন। রাজ্য দেখল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। ডাক্তার-রাজ্যে টানাপোড়েন। দুর্নীতি ও ধর্ষণকাণ্ডে একাধিক শুনানি। মামলার মাঝপথেই সরে গেলেন খ্যাতনামা আইনজীবী বৃন্দা গ্রোভার। চার্জশিট জমা না দেওয়ায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। কিন্তু এখনও বিচারাধীন রইল আর জি কর।