CBI Chargesheet: সিবিআই চার্জশিটে আরও এক প্রাক্তন মন্ত্রী ও পার্থ-ঘনিষ্ঠ আমলা: সূত্র

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Jan 08, 2024 | 10:36 PM

Recruitment Scam: সোমবার আলিপুর বিশেষ আদালতে নতুন করে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মামলার নতুন চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক আমলার নাম উল্লেখ রয়েছে।

CBI Chargesheet: সিবিআই চার্জশিটে আরও এক প্রাক্তন মন্ত্রী ও পার্থ-ঘনিষ্ঠ আমলা: সূত্র
সিবিআই এর চিঠি গেল ৩০ জন তৃণমূল নেতার কাছে
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় পেঁয়াজের খোসার মতো পরতে পরতে নতুন রহস্য। তদন্তে ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই-কে দু’মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য। আগামিকাল (৯ জানুয়ারি) সেই সময়সীমা ফুরোচ্ছে। এসবের মধ্যেই সোমবার আলিপুর বিশেষ আদালতে নতুন করে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ওই মামলার নতুন চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক আমলার নাম উল্লেখ রয়েছে।

শুধু তাই নয়, সূত্র মারফত আরও জানা যাচ্ছে, নতুন জমা দেওয়া চার্জশিটে প্রাক্তন এক মন্ত্রীর নামও উল্লেখ করেছে সিবিআই। সোমবার নিম্ন আদালতে নবম-দশম, একাদশ-দ্বাদশ গ্রুপ সি ও গ্রুপ ডি-এর নিয়োগে দুর্নীতির মামলায় চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের দাবি, ওই চার্জশিটেই ‘পার্থ-ঘনিষ্ঠ’ আমলার নাম এবং ওই প্রাক্তন মন্ত্রীর নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা আছে।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে নিয়োগ মামলা হাইকোর্টে ফিরিয়ে বলে দেওয়া হয়েছিল, ২ মাসের মধ্যে সিবিআইকে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মতো দু’মাসের সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল। মঙ্গলবার হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর ঠিক তার আগেই নিম্ন আদালতে জমা দেওয়া সিবিআই চার্জশিটে আরও এক প্রাক্তন মন্ত্রী ও পার্থ ঘনিষ্ঠ আমলার নাম উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতা গ্রেফতার হয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মানিক বন্দ্যোপাধ্যায়, এমনকী একাধিক শিক্ষাকর্তাও গ্রেফতার হয়েছেন।

Next Article