CBI: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট, পার্থ-সহ ২৮ জনের নাম

CBI: চলতি মাসেই জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবংএসএসসি-র প্রাক্তন উপদেষ্টা  শান্তিপ্রসাদ সিনহাও।

CBI: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট, পার্থ-সহ ২৮ জনের নাম
গ্রুপ সি নিয়োগ দুর্নীতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 29, 2025 | 10:26 PM

কলকাতা: এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় – সহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যদিও তাঁদের নাম পুরোনো চার্জশিটেও ছিল। সিবিআইয়ের হাতে আসা নতুন অডিয়ো- ভিডিয়ো ক্লিপের কথা উল্লেখ করে চার্জশিট। এই মামলায় সম্প্রতি যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, সেই তথ্যও উল্লেখ করে চার্জশিট।

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট সময়ে বিচার শুরু করতে হবে। তাই তড়িঘড়ি চূড়ান্ত চার্জশিট জমা। ৪০ পাতার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, এসপি সিনহার।

চলতি মাসেই জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবংএসএসসি-র প্রাক্তন উপদেষ্টা  শান্তিপ্রসাদ সিনহাও। ইডি নির্দেশের মতোই সিবিআই মামলাতেও একই শর্তে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।  বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়। তবে এখনও জেলমুক্তি হয়নি তাঁদের। কারণ পার্থর বিরুদ্ধে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলাগুলো রয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেগুলিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করছে।  এর আগে ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন পার্থ, এবার সিবিআই-এর মামলায়।

এদিকে,  গ্রুপ সি ও ডি পদে আবেদনের বিজ্ঞপ্তি দিল এসএসসি। গ্রুপ সি-র ক্ষেত্রে পদে শূন‍্যপদ ২৯৮৯। গ্রুপ ডি-এর ক্ষেত্রে শূন্যপদ ৫৪৮৮। এমনটাই জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন।