
কলকাতা: তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে একদিন আগেই জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আদালতের রায়ের পর সিবিআইয়ের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার মা-বাবা। ৯০ দিন কেটে গেলেও কেন সিবিআই চার্জশিট দিতে পারল না সেই প্রশ্ন জোরাল হয়েছে। রায়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতার রাস্তায় ফের আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। বাম থেকে কংগ্রেস, প্রায় সব বিরোধী দলের কর্মীদেরই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা গেল। নিজাম প্যালেসের সামনে তো একেবারে রণক্ষত্র। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হল কংগ্রেস কর্মীদের।
অন্যদিকে ধর্মতলায় প্রতিবাদে সামিল হতে দেখা গিয়েছে চিকিৎসক সংগঠনগুলিকেও। করুণাময়ীতে প্রতিবাদ মিছিল করতে দেখা গেল SUCI কে। অন্যদিকে কলেজস্ট্রিটে বিক্ষোভ কর্মসূচি করল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-কেও। ‘তিলোত্তমা ভেব না, সেটিং হতে দেব না’, এই ব্যানার সামনে রেখে চলল স্লোগান। ফুঁসে উঠলেন এসএফআই নেতা দেবাঞ্জন দে। সাফ বলেন, “রাজ্য সরকার বারবার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বিচার প্রক্রিয়া দেরি করানোর চেষ্টা করেছে। এখন আমরা দেখছি বিচারের নামে প্রহসন চলছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো ক্রিমিনালরা ছাড়া পেয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সিবিআইয়ের চার্জশিট দিতে দেরি হওয়ার কারণ কী এর উত্তর সিবিআইকে দিতে হবে।”
ফুঁসে উঠেছে কংগ্রেসও। ক্ষোভ উগড়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “এতদিন হয়ে গেল তাও সিবিআই চার্জশিট দিতে পারল না। অন্যায় হয়ে গেলে মানুষ বিচার চাইবে কোথায়?”