AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Medal: রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নিয়োগ দুর্নীতির দায়িত্বে থাকা সিটের প্রধান

Police Medal: নিয়োগ দুর্নীতির ৭টি গুরুত্বপূর্ণ মামলার তদারকি করেছেন অশ্বিন। অফিসে বসে থাকা নয়, তদন্তকারী অফিসারকে সঙ্গ দিতে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে হাইকোর্টে উপস্থিত হতে দেখা গিয়েছে তাঁকে। কুন্তল ঘোষের লেখা চিঠি মামলার শুনানিতে আলিপুর আদালতে গিয়েও পরিস্থিতি সামলেছেন তিনি।

Police Medal: রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নিয়োগ দুর্নীতির দায়িত্বে থাকা সিটের প্রধান
| Edited By: | Updated on: Jan 25, 2025 | 11:17 PM
Share

কলকাতা: ঘোষণা করা হয়েছে ২০২৫ এ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপকদের তালিকা। সেই তালিকায় নাম রয়েছে ২০০৬ ব্যাচের হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার অশ্বিন আনন্দ সানভির। তিনি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন ‘পুলিশ সার্ভিস ফর মেরিটরিয়াস সার্ভিস’-এর জন্য। তবে তাঁর আরও একটি পরিচয় রয়েছে। ২০২২ সালের নভেম্বরে নিয়োগ দুর্নীতির তদন্তে গঠিত সিটের প্রধান হিসেবে নিয়ে আসা হয়েছিল অশ্বিনকে।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অশ্বিনকে সিট-এর প্রধান হিসেবে নিয়োগ করেন। ডিআইজি পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিটের প্রধান হিসেবে প্রায় দুবছর সাফল্যের সঙ্গে কাজ করার পরে এখনও তিনিই দায়িত্ব সামলাচ্ছেন। নিয়োগ দুর্নীতির তদন্তে সিট পুনর্গঠন করার পর অশ্বিনকে দায়িত্ব দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর একের পর এক প্রভাবশালী ও অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই। যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের সময়েও সিটের দায়িত্বে অশ্বিন।

নিয়োগ দুর্নীতির ৭টি গুরুত্বপূর্ণ মামলার তদারকি করেছেন অশ্বিন। অফিসে বসে থাকা নয়, তদন্তকারী অফিসারকে সঙ্গ দিতে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে হাইকোর্টে উপস্থিত হতে দেখা গিয়েছে তাঁকে। কুন্তল ঘোষের লেখা চিঠি মামলার শুনানিতে আলিপুর আদালতে গিয়েও পরিস্থিতি সামলেছেন তিনি। সিবিআই চণ্ডীগড় শাখায় ডিআইজি হিসেবে নিযুক্ত হলেও কলকাতা দুর্নীতিদমন শাখায় সিটের প্রধান হিসেবে এখনও যুক্ত রয়েছেন অশ্বিন।

অন্যদিকে, কলকাতা সিবিআই-এর স্পেশাল ইউনিট থেকে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন হেড কনস্টেবল অলোক কুমার মজুমদারও। সিবিআই থেকে এবার মোট ৩১ জন পুরস্কার পাচ্ছেন।