Bangla NewsKolkata Cbi on r g kar live cgo: Stronger movement to interrogate junior doctors,CBI interrogate former OC Abhijit Mondal of Tala police station, any information
CBI On R G Kar Live: সন্দীপ-অভিজিতের আঁতাতের অভিযোগ CBI-এর, আজ মহামিছিলে জুনিয়র চিকিৎসকরা
CBI On R G Kar Live: টালা থানার প্রাক্তন ওসি-র ভূমিকা উত্থাপিত হয় সুপ্রিম কোর্টেও। ঘটনার এতক্ষণ পর কেন এফআইআর দায়ের করা হয়েছিল? শনিবার একদিকে যখন ভিডিয়ো স্ট্রিমিংয়ের জটিলতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যায়, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, তখনই কার্যত সিবিআই-এর জোড়া গ্রেফতারি বাড়তি অক্সিজেন জুগিয়েছে তাঁদের
আদালতের পথে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল
Image Credit source: TV9 Bangla
Follow Us
আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফে বারবার দাবি করা হয়েছে, ক্রাইম সিন থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যদিন ঘটনার সময়ে আরজি করে দাঁড়িয়ে সিপি বিনীত গোয়েল দাবি করেছিলেন, কোনও তথ্য প্রমাণ লোপাট করা হয়নি। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায় না। টালা থানার প্রাক্তন ওসি-র ভূমিকা উত্থাপিত হয় সুপ্রিম কোর্টেও। ঘটনার এতক্ষণ পর কেন এফআইআর দায়ের করা হয়েছিল? শনিবার একদিকে যখন ভিডিয়ো স্ট্রিমিংয়ের জটিলতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যায়, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, তখনই কার্যত সিবিআই-এর জোড়া গ্রেফতারি বাড়তি অক্সিজেন জুগিয়েছে তাঁদের।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
15 Sep 2024 05:45 PM (IST)
আজও মিছিলে জুনিয়র ডাক্তাররা
পাঁচ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা।
আবারও বিচার চেয়ে রাজপথে তারা।
সেন্ট্রাল পার্ক থেকে মিছিল জুনিয়র ডাক্তারদের।
স্বাস্থ্যভবন থেকে মিছিলে জুনিয়র ডাক্তাররা।
শনিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে কালীঘাটে বৈঠকের কথা ছিল জুনিয়র ডাক্তারদের। তবে শর্ত-পাল্টা শর্তে তা ভেস্তে গিয়েছে।
15 Sep 2024 03:20 PM (IST)
‘প্রমাণ মিলেছে’, আদালতে জানাল সিবিআই
শিয়ালদহ আদালতের সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক পামেলা গুপ্তার এজলাসে পেশ করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই।
সিবিআই আদালতে সওয়াল করে, অভিজিৎ মণ্ডল ওসি হিসাবে নিজের দায়িত্ব পালন করেননি। সকাল ১০টায় খবর পেয়েও ১১টায় কেন ঘটনাস্থলে পৌঁছন? আদালতে প্রশ্ন সিবিআই-এর।
একটি কল রেকর্ড হাতে এসেছে সিবিআই-এর। তাতে সন্দীপ ও অভিজিতের কথোপকথনের প্রমাণ মিলেছে বলে আদালতে দাবি সিবিআই-এর।
অভিজিৎ মণ্ডলের তরফে আইনজীবী পাল্টা সওয়াল করেন, “যে যে ধারায় গ্রেফতার করা হয়েছে, সব ধারাই জামিনযোগ্য। যে যে অভিযোগ অভিজিতের বিরুদ্ধে রয়েছে, সেগুলিতে বিভাগীয় তদন্ত হতে পারে। গ্রেফতার নয়।” যে কোনও মূল্যে অভিজিতের জামিন চান আইনজীবী।
15 Sep 2024 11:46 AM (IST)
স্বাস্থ্যভবনের বাইরে বিক্ষোভ ডেন্টাল সার্জনদের
সিজিও কমপ্লেক্সের বাইরে এদিন কেবল অভিজিৎ-কে দেখেই নয়, বিক্ষোভকারীরা চটি হাতে স্লোগান দিতে থাকেন কলকাতা পুলিশের বিরুদ্ধেই।
একদিকে, যখন টালা থানার প্রাক্তন ওসি-কে দেখে বিক্ষোভ, তখন অন্যদিকে, স্বাস্থ্যভবনের বাইরে প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভ দেখান ডেন্টাল সার্জনরাও।
ডেন্টাল সার্জনদেরও অভিযোগ, হাসপাতালে সুরক্ষিত নন তাঁরা। এক বর্যীয়ান চিকিৎসক বলেন, “এরকম একটা ঘটনা, আমাদের এত ছেলেমেয়ে দিনের পর দিন রাস্তায় পড়ে জাস্টিস চাইছে, আমরাও তাঁদের পাশে রয়েছি।”
ডেন্টাল সার্জন বলেন, “সাধারণ মানুষের ক্ষোভ তো আজ সব ইস্যুতে। চাকরি, শিক্ষা কীসে ক্ষোভ নেই।”
15 Sep 2024 11:41 AM (IST)
অভিজিৎকে হেফাজতে চায় সিবিআই
সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই-এর গাড়ি অভিজিৎকে নিয়ে রওনা দেন শিয়ালদহ আদালতের দিকে। তবে মনে করা হচ্ছে, আদালতে পেশ করার আগে আরও একবার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে তাঁকে।
শনিবার রাতে তাঁকে গ্রেফতারের পর বি আর সিং হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর একবার স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে তাঁকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিন সিবিআই-এর তরফ থেকে অভিজিৎ মণ্ডলের হেফাজত চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন করা হবে।
তিলোত্তমা ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। তাঁকেও শোন অ্যারেস্ট দেখায় সিবিআই। তাঁরও প্রোডাকশন ওয়ারেন্টেরও আবেদন জানাতে পারে সিবিআই।
তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।.
15 Sep 2024 11:34 AM (IST)
টালা থানার প্রাক্তন ওসি-কে দেখে টি
সকাল এগারোটার কিছু পর সিজিও কমপ্লেক্স থেকে বার করা হয় আরজি কর ধর্ষণ খুনে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। কিন্তু তাঁকে সিবিআই দফতর থেকে বার করতেই বিক্ষোভের আঁচ।
চটি হাতে সিবিআই দফতরের বাইরে আগে থেকেই জমায়েত করেছিলেন বিক্ষোভকারীরা। সঙ্গে ‘তিলোত্তমার বিচার চাই’ পোস্টার।
অভিজিৎ মণ্ডলকে সিবিআই দফতর থেকে বার করতেই তাঁর দিয়ে এগিয়ে আসেন বিক্ষোভকারীরা। প্রাক্তন পুলিশ কর্তার দিকে চটি হাতে তেড়ে আসেন তাঁরা।
যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিজিৎকে গাড়িতে তুলে দেন। তখনও গাড়ির পিছনে চটি হাতেই এগিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা।