Recruitment Scam: CBI-এর চোখা চোখা প্রশ্নের মুখে সুবীরেশের ভাগ্নে, বেরিয়ে কী বললেন তিনি?

Recruitment Scam: সিবিআই সূত্রে খবর, 'গ্রুপ সি' পদে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

Recruitment Scam: CBI-এর চোখা চোখা প্রশ্নের মুখে সুবীরেশের ভাগ্নে, বেরিয়ে কী বললেন তিনি?
নিজাম প্যালেসে সুবীরেশের ভাগ্নে (নিজস্ব চিত্র)

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 21, 2022 | 3:04 PM

কলকাতা : একদিকে জামিন মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। অন্যদিকে, বুধবারই নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়লেন সুবীরেশের ভাগ্নে। বেআইনিভাবে নম্বর বাড়িয়ে ভাগ্নেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবীরেশ, এমন অভিযোগের ভিত্তিতেই এ দিন সকাল থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে নিজাম প্যালেসে তদন্তকারীরা প্রশ্ন করেন সুবীরেশের ভাগ্নেকে। তবে সিবিআই দফতর থেকে বেরিয়ে ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি স্কুলে চাকরি করেন না। সিবিআই সূত্রে খবর, ‘গ্রুপ সি’ পদে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কবে থেকে চাকরি করছেন, চাকরিতে সুবীরেশের ভূমিকাই বা কী? সেই সব বিষয়ে প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে নোটিস দেওয়া হয়েছিল সুবীরেশের ভাগ্নেকে। বুধবার সকালে নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি। ঘণ্টা দেড়েক পরে বেরিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে ওই ব্যক্তি জানান, তিনি কোনও স্কুলে চাকরি করেন না। তিনি দাবি করেন, কোনও সিবিআই তলব নয়, নিজেই নিজাম প্যালেসে গিয়েছিলেন তিনি।

সিবিআই সূত্রের খবর, তাঁদের কাছে অভিযোগ এসেছে, ‘গ্রুপ সি’ নিয়োগের পরীক্ষায় নম্বর কম থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন সুবীরেশের ভাগ্নে। সুবীরেশ ভট্টাচার্যের প্রভাব কাজে লাগিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছে, তিনি কবে চাকরি পেলেন? কীভাবে চাকরি পেলেন? তাঁর নিয়োগের ক্ষেত্রে সুবীরেশের হাত ছিল কি না।

এদিকে, বুধবারই জামিন মামলায় ধাক্কা খেয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর আর্জি খারিজ করে দিয়েছে কলকজাতা হাইকোর্ট। এদিন সুবীরেশের পক্ষে সওয়াল করা হয়েছে, তিনি এসএসসি-র পদে থাকাকালীন কোনও দুর্নীতি হয়নি। কিন্তু আদালত সাফ জানায়, একটি সংস্থার সর্বোচ্চ পদে থেকে কোনও অভিযোগ এড়িয়ে যাওয়া যায় না। আগেই সচেতন হওয়া উচিত ছিল বলে পর্যবেক্ষণ আদালতের।