পিসি সরকারের বাড়িতে সিবিআই হানা, তল্লাশির সময় ‘ভ্যানিশ’ জাদুকর!

সুমন মহাপাত্র |

Jan 29, 2021 | 8:20 PM

তল্লাশির সময় ম্যাজিশিয়ন বাড়িতে ছিলেন না বলে খবর

পিসি সরকারের বাড়িতে সিবিআই হানা, তল্লাশির সময় ‘ভ্যানিশ’ জাদুকর!
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: আর্থিক প্রতারণা মামলায় এবার জাদুকর পিসি সরকার (জুনিয়র)-এর বাড়িতে হানা দিল সিবিআই (CBI)। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জাদুকরের মুকুন্দপুরের বাড়িতে টানা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, চিটফান্ড সংস্থা টাওয়ার গ্রুপ (Tower Group)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন পিসি সরকার (জুনিয়র)। তাঁর সঙ্গে টাওয়ার গ্রুপের আর্থিক লেনদেনের হদিশ পেতেই এই অভিযান। তবে তল্লাশির সময় ম্যাজিশিয়ন বাড়িতে ছিলেন না বলে খবর। তাঁর এক মেয়ের উপস্থিতিতে তল্লাশি চলে। সংগ্রহ করা হয় বেশ কিছু নথি।

সিবিআই সূত্রের খবর, ২০১১ সালে টাওয়ার গ্রুপের সঙ্গে একটি চুক্তি হয় ম্যাজিশিয়নের। টাওয়ার গ্রুপের রেঁস্তরায় নিয়মিত ম্যাজিক দেখাবেন, এই মর্মে টাওয়ার গ্রুপের সঙ্গে কয়েক কোটি টাকার চুক্তি হলেও শর্তভঙ্গের অভিযোগ ওঠে জাদুকরের বিরুদ্ধে। সেই টাকার হদিশ ও লেনদেনের প্রকৃত অঙ্ক জানতেই এই তদন্ত শুরু করেছে সিবিআই।

আরও পড়ুন: একুশের ভোটে ফের তারকা-তাস! শালীনতার সীমা বেঁধে দিলেন মমতা

প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে এই আর্থিক তছরুপের তদন্ত শুরু হওয়ার পর সংশ্লিষ্ট গ্রুপের একাধিক অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সময উদ্ধার হওয়া নথিপত্র ঘেঁটে উঠে আসে জাদুকরের নাম। ২০১৬ সালে একবার তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। টাওয়ার গ্রুপের আর্থিক তছরুপ মামলায় এদিন দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চলে। তার মধ্যে একটি হল পিসি সরকার (জুনিয়র)-এর বাড়ি।

 আরও পড়ুন: অভিষেককে আইনি নোটিস দিয়ে সুস্থতা কামনা শুভেন্দুর

সামনেই বাংলার বিধানসভা ভোট। তার আগে চিটফান্ড মামলায় ফের সক্রিয় হতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। সম্প্রতি রোজভ্যালি গ্রুপের কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। গ্রেফতার হয়েছেন অ্যালকেমিস্ট মালিক তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিংকে। এই প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে পক্ষপাতিত্বমূলক তদন্ত চালানো হচ্ছে। তবে পিসি সরকার (জুনিয়র)-কে ২০১৪ সালের লোকসভা ভোটে প্রার্থী করেছিল বিজেপি। বারাসাত কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কাছে হারের পর অবশ্য আর রাজনৈতিক ময়দানে দেখা যায়নি জাদুকরকে। সিবিআই সূত্রের খবর, প্রয়োজনে পিসি সরকারকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।

Next Article