কলকাতা: একদিকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ঘিরে যখন তপ্ত মহানগর। তখন আরজি করকাণ্ডে নয়া আপডেট। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোল সিবিআই। সিজিও-এর পিছনের রাস্তা দিয়ে সন্দীপকে নিয়ে বেরোন সিবিআইয়ের আধিকারিকরা। সোমবার সন্ধ্যায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে পথে গাড়ি এগোচ্ছে, তা নিজাম প্যালেসের রাস্তা। তবে কি নিজামে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে?
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
মনে করা হচ্ছে আরজি করকাণ্ডে নতুন কোনও তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। গত ১৫ দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপকে। রোজ নিয়ম করে সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন সন্দীপ। সোমবারও গিয়েছিলেন। আচমকাই এদিন সন্ধ্যায় পুরোদমে অ্যাকশনমোডে দেখা গেল সিবিআইকে। সন্দীপকে গাড়িতে তুলে বেরিয়ে গেল সিবিআইয়ের একটি টিম।
সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলে তার পিছনে কী কী সম্ভাবনা থাকতে পারে? আরজি করকাণ্ডে প্রথম থেকেই চিকিৎসক পড়ুয়া, চিকিৎসক মহল-সহ বিভিন্ন স্তরের মানুষ সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলছেন। আরজি কর কেন্দ্রিক একাধিক আর্থিক দুর্নীতিতে অভিযুক্তের তালিকায় সন্দীপের নাম রয়েছে। সে কারণে তাঁকে নিজামে নিয়ে যাওয়া হতে পারে।
আবার এমনও হতে পারে, সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের তদন্তে সহযোগিতা করছিলেন না। সেই কারণে তাঁকে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে তুলে দিতে পারে। নিজামে তাঁকে আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসা করা হতে পারে। যদিও কোথায় চললেন সন্দীপ তা সময়ই বলবে।