CBI Chargesheet: প্রাথমিকে নিয়োগ মামলায় CBI-র চূড়ান্ত চার্জশিটে নাম মানিক-বিভাসের, রয়েছে প্রাক্তন সচিবের নামও

CBI Chargesheet in primary recruitment case: উত্তর প্রদেশের নয়ডায় ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বিভাস। তারপরই তাঁর একের পর এক 'কীর্তি' সামনে আসে। বীরভূমের হরিপুর গ্রামে ৪৫০ বিঘা জমির উপর তাঁর আশ্রম রয়েছে। ভয় দেখিয়ে জলের দরে ওই সব জমি কিনেছেন তিনি। আবার অনেকের অভিযোগ, জমি নেওয়ার পর টাকাও দেননি তাঁদের।

CBI Chargesheet: প্রাথমিকে নিয়োগ মামলায় CBI-র চূড়ান্ত চার্জশিটে নাম মানিক-বিভাসের, রয়েছে প্রাক্তন সচিবের নামও
চাপ বাড়ল মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 07, 2025 | 4:51 PM

কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয়। এই চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী ও রত্না চক্রবর্তীর। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। বিভাস অধিকারী বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। আর রত্না চক্রবর্তী প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আগেই মানিক, বিভাসের নাম উঠেছে। সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, ঘুরপথে ৩৫০ জনকে চাকরি দেওয়া হয়েছিল। তদন্তকারীদের অনুমান, সেই চাকরি দেওয়ার ক্ষেত্রে এজেন্টের কাজ করেছিলেন বিভাস অধিকারী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে রত্নার ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানিক যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, তখন রত্না ছিলেন সচিব। কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহ, প্রাথমিকে এই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিবও।

আর বিভাস অধিকারীর বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের নয়ডায় ভুয়ো থানা খুলে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বিভাস। তারপরই তাঁর একের পর এক ‘কীর্তি’ সামনে আসে। বীরভূমের হরিপুর গ্রামে ৪৫০ বিঘা জমির উপর তাঁর আশ্রম রয়েছে। ভয় দেখিয়ে জলের দরে ওই সব জমি কিনেছেন তিনি। আবার অনেকের অভিযোগ, জমি নেওয়ার পর টাকাও দেননি তাঁদের।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআইয়ের ডাকে আগে বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন বিভাস। বছর আড়াই আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিটে বিভাসের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল সিবিআই। ফ্ল্যাটটি সিলও করে দেন সিবিআই আধিকারিকরা। এবার প্রাথমিকে নিয়োগ মামলায় সিবিআইয়ের চূড়ান্ত চার্জশিটে বিভাসের নাম রয়েছে।