Justice Abhijit Gangopadhyay: কতটা এগিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিল CBI

Shrabanti Saha | Edited By: জয়দীপ দাস

Nov 29, 2023 | 6:34 PM

Justice Abhijit Gangopadhyay: ইতিমধ্যেই আদালতের তরফে রিপোর্ট খতিয়ে দেখার কাজ চলছে। আগামী শুক্রবার মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে পরের শুনানির দিন সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি থাকতে পারেন বলেও শোনা গিয়েছে।

Justice Abhijit Gangopadhyay: কতটা এগিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্ত? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিল CBI
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বারবারই প্রশ্ন উঠেছিল তদন্তের অগ্রগতি নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। ওএমআর শিট এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে ওই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মোট ৫৪ পাতার রিপোর্ট জমা পড়েছে বলে খবর। এদিন এই রিপোর্ট জমার পরেই কোন পথে চলছে নিয়োগ দুর্নীতির তদন্ত, কতটা এগিয়েছে কাজ, সবটাই জানান সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি।

ইতিমধ্যেই আদালতের তরফে রিপোর্ট খতিয়ে দেখার কাজ চলছে। আগামী শুক্রবার মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে পরের শুনানির দিন সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেনভি থাকতে পারেন বলেও শোনা গিয়েছে। তাঁকে হাজির থাকা কথা জানানো হয়েছে আদালতের তরফে। সেদিনও হতে চলতে পারে একদফার প্রশ্নোত্তর পর্ব। 

প্রসঙ্গত, এর আগে গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তারপর থেকে জেলে ঢুকেছেন রাজ্য়ের একাধিক তাবড়-তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব। শ্রীঘরে ঠাঁই হয়েছে প্রাক্তন মন্ত্রী থেকে আমলা, বিধায়কের। ঢুকেছেন কিছু নামজাদা তৃণমূল নেতাও। কিন্তু, তদন্ত প্রক্রিয়া কবে শেষ হবে সেই প্রশ্ন প্রায়শই উঠেছে। এরইমধ্যে গত অগস্টে তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে তথ্য জমা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এবার ফের এল নতুন রিপোর্ট। এখন দেখার শুক্রবারের শুনানিতে নতুন কী নির্দেশ আসে আদালতের তরফে।

Next Article