কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। এবার তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। সূত্রের খবর,নথি চেয়ে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এর আগেও সিবিআই-এর ডাকে হাজিরা দিয়েছিলেন রত্না।
সোমবার সকালেই নিজাম প্যালেসে হাজিরা দেন প্রাক্তন সচিব। বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য তৎকালীন সময়ে পর্ষদে সভাপতি থাকাকালীন সচিব পদে কর্মরত ছিলেন রত্না। অর্থাৎ পর্ষদের সব কাজ দেখাশোনা করতেন তিনি। নিয়োগ সংক্রান্ত বিষয় তিনি দেখাশোনা করতেন। ফলত, এই নিয়োগ প্রক্রিয়া সঠিক ভাবে হয়েছে নাকি বেআইনি ভাবে হয়েছে তা জানতে চাইছে সিবিআই।
এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় তিনি বলে এসেছিলেন, তিনি কিছু জানতেন না। সবটাই মানিকবাবু জানতেন। পুরো বিষয়টিই রহস্যে মোড়া ছিল। পরে নিয়োগ মামলায় গ্রেফতার হন মানিক। এ দিন হাজিরা দেওয়ার সময় সংবাদ মাধ্যমে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি রত্না চক্রবর্তী বাগচী।