
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় সিবিআই। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবার তলব করা হয়েছে তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ নিউটাউনের সিবিআই দফতরে পৌঁছেছেন বিভাস অধিকারী।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বিভাস অধিকারীর নাম পেয়েছিল তদন্তকারীরা। জানা গিয়েছে, বিভাস অধিকারীর মাধ্যমে অনেককে চাকরি দেওয়া হয়েছিল। আগেও তাঁকে একাধিকবার সিবিআই দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ, মঙ্গলবার ফের তাঁকে তলব করা হয়েছে।
বিভাস অধিকারী সম্পত্তির উৎস কী? নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা কী ছিল? মূলত এই বিষয়গুলি নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হবে বলেই সিবিআই সূত্রে খবর।
সিবিআই দফতরের প্রবেশ করার সময় বিভাস অধিকারী জানালেন কিছু নথি নেওয়ার আছে বলে তাঁকে ডাকা হয়েছে। আদালতে কিছু নথি চাওয়া হয়েছে বলেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
বিতর্কে নাম জড়ানোর পর তৃণমূল ছেড়েছিলেন বিভাস অধিকারী। কলকাতা প্রেসক্লাবে নিজের দল ‘অল ইন্ডিয়া আর্য মহাসভার ইস্তেহার’ প্রকাশও করেছিলেন তিনি।