অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ সিবিআই-র, লন্ডনের অ্যাকাউন্টেই আটকে নজর

ঋদ্ধীশ দত্ত |

Mar 15, 2021 | 11:26 PM

কয়লাপাচার (Coal Scam) মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলার পর এ বার অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)।

অভিষেকের শ্যালিকার স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ সিবিআই-র, লন্ডনের অ্যাকাউন্টেই আটকে নজর
অলঙ্করণ: অভিক দেবনাথ

Follow Us

কলকাতা: নির্বাচনী উত্তাপের পারা চড়ছে, পাশাপাশি কয়লাপাচার (Coal Scam Case) তদন্ত একই গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলার পর এ বার অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সোমবার মেনকার স্বামী অঙ্কুশ আরোরাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। ডাকা হয়েছিল তাঁর বাবকেও। সূত্রের খবর, লন্ডনে মেনকার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই দিকেই নজর রয়েছে সিবিআইয়ের।

বিশ্বস্ত সূত্র মারফৎ জানা যাচ্ছে, নজরে থাকা লন্ডনের ওই অ্যাকাউন্টে নিয়মিত সন্দেহজনক লেনদেন হয়েছে। নানা হাত ঘুরে কয়লা পাচারের টাকা সেই অ্যাকাউন্টেই চলে যেত বলে সন্দেহ করছে সিবিআই। এর আগে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই জবাবে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। তারপরই তলব করা হয় তাঁর স্বামী ও শ্বশুরকে।

জানা যাচ্ছে, মেনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে লন্ডনের ব্যাঙ্কে। তাছাড়া থাইল্যান্ডের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অভিষেক-জায়া রুজিরার। সেই অ্যাকাউন্টও সিবিআই তদন্তের অধীনে রয়েছে। সন্দেহজনক লেনদেন নিয়ে অভিষেকপত্নীকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে। তবে তাতে কোনও সদুত্তর মেলেনি। তাই এ বার অন্য পথে হাঁটতে চায় সিবিআই।

দুই অ্যাকাউন্টের লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। যদি ব্যাঙ্কের তথ্য পাওয়া যায়, তবে রুজিরা-মেনকার বয়ানের সঙ্গে তা মেলানো হবে। তথ্য ও বয়ানে অসঙ্গতি মিললে ফের জিজ্ঞাসাবাদ করা হবে দু’জনকেই।

আরও পড়ুন: জ্ঞানেশ্বরীকাণ্ডে মমতার ‘মদত’! বিজেপির দাবিকে ‘পাগলের প্রলাপ’ বলে ওড়ালেন ছত্রধর

এ ছাড়াও কয়লাকাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রকে নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। বিনয়ের খোঁজ পেতে ব্যুরো অফ ইমিগ্রেশনকে চিঠি দিয়েছিল সিবিআই। ব্যুরো অফ ইমিগ্রেশন জানিয়েছে, বিনয় নিজের পাসপোর্ট ব্যবহার করেই তিনটি দেশে গিয়েছে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরশাহিতে বিনয়ের খোঁজ মিলেছে। কিন্তু, বিনয় এখন কোথায়? তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।

এই মামলায় উত্তরপ্রদেশের চার ব্যবসায়ীকেও তলব করেছিল সিবিআই। ওই চারজন লালার চোরাই কয়লা কিনতেন বলে তদন্তে উঠে এসেছে। সোমবারই ওই চারজন সিবিআই দফতরে হাজিরা দেয়।

আরও পড়ুন: শুভেন্দুর মমতা-বিভ্রাট, তৃণমূল সুপ্রিমোকে দুষতে টানলেন অন্য মমতাকে

Next Article