কলকাতা: কয়লাপাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই। কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের তরফে। এছাড়াও মলয় ঘটকের পরিবারের সদস্য-সহ মোট ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চাওয়া হয়েছে। চলতি মাসের ১৩ তারিখ কলকাতার বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করেছে সিবিআই। মলয় ঘটকের ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রতিটি পাতায় ব্যাঙ্ক ম্যানেজারের সইও চেয়ে পাঠিয়েছে সিবিআই।
কয়লা পাচারকাণ্ডে একাধিকবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠিয়েছে ইডি। এবার সিবিআইও তেড়েফুঁড়ে উঠছে বলেই সূত্রের খবর। সে কারণেই নতুন করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা। যত তাড়াতাড়ি সম্ভব এই নথি পাঠাতে বলা হয়েছে।
কয়লা পাচার মামলায় এর আগে ১২বার মলয় ঘটককে তলব করেছে ইডি। দিল্লিতে ডেকে পাঠানো হয় মন্ত্রীকে। তবে ১২ বার ডাকা হলেও মাত্র ১ বার তিনি হাজিরা দেন। এরপর মামলা মোকদ্দমাতেই কাটছে এই তলব-পর্ব। দিল্লি হাইকোর্টেও রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন। ইসিআর খারিজে আদালত সম্মতি না দিলেও কলকাতায় তলবের আবেদনে সাড়া দেন।