Partha Chatterjee: কেষ্ট-মানিক ‘ছুটি’ পেলেও ‘রেহাই’ নেই পার্থর! এবার CBI চায় গ্রেফতার করতে

Partha Chatterjee: এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে।

Partha Chatterjee: কেষ্ট-মানিক ছুটি পেলেও রেহাই নেই পার্থর! এবার CBI চায় গ্রেফতার করতে
পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 30, 2024 | 10:43 PM

কলকাতা: অনুব্রত থেকে মানিক ভট্টাচার্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে সকল হেভিওয়েটরা গ্রেফতার হয়েছিলেন। তাঁদের অনেকেই সদ্য জামিনে মুক্ত হয়েছেন। তখনই প্রশ্ন উঠছিল তবে কি এবার জামিন পেতে পারেন এক সময়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এল বড় খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থকে গ্রেফতার করতে চায় সিবিআই (CBI)।

এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের আবেদন মঞ্জুর বিচার ভবনে বিশেষ সিবিআই আদালতের। মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে পার্থকে। প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পেশের নির্দেশ। পার্থর সঙ্গেই অয়ন শীলকেও আদালতে পেশ করার আবেদন জানায় সিবিআই। অয়নকেও আদালতে পেশ করার নির্দেশ।

সম্প্রতি, কলকাতা হাইকোর্টে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলা। সেখানে অনুব্রতর জামিনের প্রসঙ্গ তোলেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। বলেন,”২ বছরের উপর হেফাজতে। মনে হয় না যে এখন তাঁর সমর্থনে আর একজনকেও পাওয়া যাবে।” সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহা রায় প্রশ্ন তোলেন জামিনে মুক্ত হলে পার্থ চট্টোপাধ্যায় আবার পুরনো পদে পুনর্বহাল হবেন না তো? “হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল করা হবে। সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমেই দেখতে পাচ্ছি।” এ কথা শুনেই পার্থর সওয়াল,”না না, অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান।” ফলত, পার্থকে নিয়ে জল্পনা বাড়লেও ফ্যাঁসাদ যে কাটছে না তা বলাই যায়।