Chief Secretary: শেষ হয়েও হইল না শেষ… মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ
Chief Secretary: মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার।

কলকাতা: মুখ্যসচিব পদে আজই (৩০ জুন) তাঁর মেয়াদ হওয়ার কথা ছিল। তাঁর জায়গায় কে মুখ্যসচিব হবেন, তা নিয়ে আমলা মহলে আলোচনাও শুরু হয়। তারই মধ্যে এদিন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানো হল।
কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে এদিন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন মনোজ পন্থ।
২০২৪ সালের ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন মনোজ পন্থ। মুখ্যসচিব হিসেবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু, দিল্লি তাতে সায় দেয়নি। তারপরই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল।
মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই আমলা নানা দায়িত্ব সামলেছেন। একসময় মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন। উত্তর ২৪ পরগনারও জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের দায়িত্বও সামলেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিন বছর বিশ্ব ব্যাঙ্কের সিনিয়র অ্যাডভাইজার ছিলেন মনোজ পন্থ।
গতবছর মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার আগে অর্থসচিব থেকে তাঁকে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু, কেন্দ্রীয় সরকার গোপালিকার মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর না করায় ২৪ ঘণ্টার মধ্যেই সেচ দফতর থেকে মুখ্যসচিব করা হয় মনোজ পন্থকে। এবার মুখ্যসচিব পদে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হল তাঁর।

