নবান্ন

নবান্ন

সিদ্ধান্তটা চমকে দেওয়ার মতনই ছিল। ডালহৌসির ঐতিহাসিক লাল বাড়ি থেকে থেকে রাজ্যের মূল সচিবালয় সরে যাচ্ছে। ‘পরিবর্তনের সরকার’ ক্ষমতায় আসার মাত্র দু’বছরের মধ্যেই পরিবর্তন করে দেয় ব্রিটিশ জমানা থেকে হাঁটতে শেখা সেক্রেটরিয়েটেরই। পশ্চিম পাড়ের শহর হাওড়ার মন্দিরতলার ১৫তলা এইচআরবিসি ভবনকে ‘নবান্ন’ পোশাকি নাম দিয়ে তৃণমূল সরকার তার শপথবাক্য পাঠ করায় ৫ অক্টোবর। রাইটার্স থেকে সরে আসে মুখ্যমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র, অর্থ সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও তাঁদের অধীনস্থ দফতরগুলি। বলা ভাল, তৃণমূল সরকার ও নবান্ন দুটো নামই যেন সমর্থক হয়ে উঠেছে গত দশ বছরে। হয়েছে ক্ষমতার ভরকেন্দ্র। অথচ বাম জামানায় গগনচুম্বী বাড়িটা তৈরি হয়েছিল মঙ্গলাহাট স্থানান্তরের পরিকল্পনা নিয়ে। মাঝে স্রেফ একটা বিধানসভা নির্বাচন। ‘কপাল’টাই খুলে যায় এইচআরবিসি ভবনের।

Read More