Nabanna: হঠাৎ আইনি পরামর্শদাতা কমিটি গড়লেন মমতা, কী কাজ করবে তারা?
Nabanna: এর আগে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় বিশেষ টাস্ক ফোর্স গড়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, "ইন্ডোরের সভার পর মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি(মুখ্যমন্ত্রী)।

কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা। এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু শিক্ষক নিয়োগ নয়। বিভিন্ন পুরসভায় নিয়োগ নিয়েও মামলা হয়েছে। এবার রাজ্য সরকারের সব দফতরের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তার উপর নজরদারি চালাতে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকেই আইনি পরামর্শদাতা কমিটি গড়েন তিনি।
এদিন মন্ত্রিসভার বৈঠকে মমতা জানান, মুখ্যসচিবের নেতৃত্বে ওই কমিটি গড়া হল। ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয় মন্ত্রী। আছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। কোনও দফতরের বিরুদ্ধে মামলায় নজরদারি চালাবে ওই কমিটি।
এর আগে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় বিশেষ টাস্ক ফোর্স গড়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডলে লেখেন, “ইন্ডোরের সভার পর মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি(মুখ্যমন্ত্রী)। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।” কী কাজ করবে ওই বিশেষ টাস্ক ফোর্স? কুণাল জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।” সেই বিশেষ টাস্ক ফোর্স গঠনের পর এবার সব দফতরের বিরুদ্ধে মামলায় নজরদারি চালানোর জন্য আইনি পরামর্শদাতা কমিটি গড়ে দিলেন মমতা।
সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কুৎসা নিয়েও সরব হন মমতা। সোশ্যাল মিডিয়ায় বিরোধীরা রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কুৎসার জবাব দিতে মন্ত্রিসভার সদস্যরা তেমন ‘সক্রিয়’ না হওয়ায় ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কুৎসার জবাব দিতে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।

