Nabanna: ‘আর বাইরের রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না কৃষকদের’, বড় সিদ্ধান্তের কথা জানালেন চন্দ্রিমা
Nabanna: নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। আগের জমানায় এ রাজ্যে যেসব সারের কারখানা ছিল, সেইসব কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ।

কলকাতা: পশ্চিম বর্ধমানের পানাগড়ে হবে সার কারখানা। পানাগড় শিল্প পার্কে তৈরি হবে ওই সার কারখানা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা ওই সার কারখানা গড়বে, মন্ত্রিসভার বৈঠক শেষে সেকথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একইসঙ্গে গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের আরও চার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। আগের জমানায় এ রাজ্যে যেসব সারের কারখানা ছিল, সেইসব কারখানা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে সার বাইরে থেকে আনতে হয়। এরপরই তিনি জানান, পানাগড় শিল্প পার্কে সার কারখানা তৈরি হবে। মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কারখানা তৈরি করছে। খুব শীঘ্রই এই জমি হস্তান্তর করা হবে। মন্ত্রিসভার বৈঠকে ওই কোম্পানিকে জমি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর ফলে সারের জন্য কৃষকদের বাইরের রাজ্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না বলে বলে মন্তব্য করেন চন্দ্রিমা। কারখানা গড়ার কাজ দ্রুত শুরু করার জন্য মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিকে অনুরোধ জানান তিনি।
রাজ্যের বিভিন্ন শহরে বিগ বাজারের মতো শপিং কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেখানে স্বনির্ভর গ্রুপের জন্য দুটি তলা বরাদ্দ রাখতে হবে। এই ধরনের চারটি শপিং কমপ্লেক্স আগেই ছাড়পত্র পেয়েছে। জলপাইগুড়ি জেলায় ২টি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটি করে শপিং কলপ্লেক্স তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছিল। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নতুন চারটি জায়গায় এই ধরনের কমপ্লেক্স গড়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হল। নতুন চারটি জায়গা হল কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়া।

