Malda: পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুনের অভিযোগ
Malda: মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা সেখের কাছে দাদনের ৪০০০ টাকা পেতেন আমির শেখ। ভিন রাজ্যে কাজে যাওয়ার দাদনের টাকা।সেই টাকা চাইতে যাওয়ায় বোনা সেখ সহ ৬ থেকে ৭ জন আমির শেখকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

মালদহ: পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। গুরুতর আহত তাঁর ভাইও। দাদনের টাকা চাইতে গিয়েই খুন হতে হয়েছে বলে দাবি নিহতের পরিযায়ী শ্রমিকের পরিবারের। মালদহের ইংরেজ বাজার থানার বাগবাড়ি এলাকায় উত্তেজনা। মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা-সহ ছ জন। অভিযুক্তরা পলাতক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির শেখ (৩৫)।
মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় ৫২ বিঘা এলাকার বাসিন্দা বোনা সেখের কাছে দাদনের ৪০০০ টাকা পেতেন আমির শেখ। ভিন রাজ্যে কাজে যাওয়ার দাদনের টাকা।সেই টাকা চাইতে যাওয়ায় বোনা সেখ সহ ৬ থেকে ৭ জন আমির শেখকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। লাঠি, লোহার রড দিয়ে ক্রমাগত পেটাতে থাকেন। এদিকে, দাদাকে বাঁচাতে এগিয়ে গেলে আহত হন আমিরের ভাই সুরাজও।
এরপর রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে ওই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা নিয়ে যায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার দুপুরে আমির শেখের মৃত্যু হয়। এই ঘটনায় ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপির অভিযোগ, এই রাজ্যে কর্ম সংস্থান নেই বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে শ্রমিকরা। অন্যদিকে সেই শ্রমিকদের নিয়েই ব্যবসা করছে, ঠিকাদারি করা হচ্ছে। এদিকে, ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব। দ্রুত অভিযুক্তদের ধরে কড়া শাস্তির দাবি তুলেছে তারা। তৃণমূল নেতার বক্তব্য, “আমি শুনেছি, দাদন নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করছে। কিন্তু কেউ যদি নিজেকে নেতা বলে দাবি করে, তাহলে তো হয়ে যায় না। অনেক কষ্টের দল এটা। যারা অপরাধ করেছে, পুলিশ তাদের ধরে আইন অনুযায়ী পদক্ষেপ করুক।”

