Nabanna: পুলিশের পোস্টিং ও বদলি এখন অনলাইনে, নবান্ন জারি করল নতুন নিয়ম
Nabanna: নতুন নিয়মে বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারি সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

কলকাতা: লিখিত আবেদন নয়। অন্যত্র পোস্টিং কিংবা বদলির জন্য এবার থেকে অনলাইনে আবেদন করতে হবে। এই নির্দেশিকা পুলিশ কর্মীদের জন্য। নবান্ন সূত্রে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এখন থেকে পুলিশ কর্মীদের পোস্টিং ও বদলির লিখিত আবেদন গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
পিপিএমএস অ্যাপ (মোবাইল অ্যাপ) ও ই-এইচআরএমএস পোর্টাল (কম্পিউটার মাধ্যম) আবেদন করতে হবে।
১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বলে জানা গিয়েছে।
নতুন নিয়মে বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারি সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
যদিও শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে।
সূত্রের খবর, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এমনকি বিজ্ঞপ্তি বেরনোর আগে জমা দেওয়া বদলির সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কেবলমাত্র অনলাইনে করা আবেদনগুলিই বিবেচিত হবে। জানা গিয়েছে, প্রতিটি জেলা ও ইউনিটের সদর দফতরে একটি ‘সহায়তা কেন্দ্র’ গঠন করা হবে। প্রশিক্ষিত পুলিশ কর্মীদের মাধ্যমে আবেদনকারীদের সহায়তা করা হবে।





