Mamata Banerjee: রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা

Sourav Dutta | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 25, 2025 | 6:40 AM

Mamata Banerjee: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 'টিবি হারেগা, দেশ জিতেগা'৷ সেই উদ্দেশ্য নিয়েই কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগীর নিরীক্ষণ ও সেই সঙ্গে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের তরফে।

Mamata Banerjee: রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, গর্বিত মমতা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ‘বাংলার জন্য গর্বের মুহূর্ত’। লন্ডনে বসে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পোস্ট করলেন একটি শংসাপত্রের ছবি। আর তাতেই দেখা যাচ্ছে, বাংলার বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা করেছে কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সাফল্যের জন্য স্বাস্থ্যকর্মীদের অভিনন্দনও জানিয়েছেন মমতা।

আসলে দেশকে টিবি বা টিউবারকিউলোসিস থেকে মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার। আর তাতেই সামিল হয়েছে বাংলাও। সেই ক্ষেত্রে বাংলা যেভাবে কাজ করেছে, তারই প্রশংসা করেছে কেন্দ্র।

সংশ্লিষ্ট শংসাপত্রে লেখা রয়েছে, ‘১০০ দিনের টিবি মুক্ত অভিযানে দৃষ্টান্তমূলক কাজ করেছে পশ্চিমবঙ্গ।’ মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘দ্রুত রোগ নির্ণয় করলে রোগ নির্মূল করা সহজ।’ স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানিয়েছেন তিনি। বর্তমানে লন্ডন সফরে রয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেখানে বসেই এ কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ‘টিবি হারেগা, দেশ জিতেগা’৷ সেই উদ্দেশ্য নিয়েই কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগীর নিরীক্ষণ ও সেই সঙ্গে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের তরফে। প্রতিটি রাজ্যের স্বাস্থ্য দফতরগুলির সঙ্গে হাত মিলিয়ে চলছে সেই কাজ।