
কলকাতা: সরকারি কর্মীদের কাছে যাচ্ছে ‘ইনস্ট্রাকশন’, অথচ জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যসচিব। শীর্ষ আধিকারিকদের উপেক্ষা করে সরাসরি জেলায় নিযুক্ত সরকারি কর্মী বা আধিকারিকদের চিঠি দিচ্ছে কেন্দ্র! গুরুতর অভিযোগ উঠল রাজ্যের কৃষি দফতরের তরফে থেকে। ক্ষুব্ধ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়।
অভিযোগ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নবান্ন বা কৃষি দফতরকে অন্ধকারে রেখে জেলাস্তরের কর্মী এবং ডিরেক্টরদের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর সেখানে প্রতিদিনের কাজের হিসেব দিতে বলা হচ্ছে। এই ঘটনায় হতবাক দফতরের মন্ত্রী।
যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় নিয়ম অনুযায়ী কোনও দফতরের বিষয়ে কোনও রিপোর্ট চাইতে হলে কেন্দ্রের সংশ্লিষ্ট দফতর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে চিঠি দেয়। অথবা সংশ্লিষ্ট দফতরের সচিবের কাছে চিঠি যায়। কিন্তু এ ক্ষেত্রে এর কোনওটাই হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। অবিলম্বে তিনি বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে নিয়ে আসবেন বলে জানিয়েছেন।