Awas Yojana: কারও আধ-পাকা বাড়ি, কেউ বাইকে ঘুরে বেড়ান, নাম রয়েছে আবাসের তালিকায়! ফের রাজ্যকে চিঠি কেন্দ্রের

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Nov 20, 2023 | 5:59 PM

AWAS: জানা যাচ্ছে, বাংলার তিন জেলায় অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ রয়েছে চিঠিতে। এই তিনটি জেলা হল নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা। অভিযোগ উঠছে, আবেদনকারীদের অনেকের ক্ষেত্রে ঠিকঠাক ভেরিফিকেশন না করেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছে।

Awas Yojana: কারও আধ-পাকা বাড়ি, কেউ বাইকে ঘুরে বেড়ান, নাম রয়েছে আবাসের তালিকায়! ফের রাজ্যকে চিঠি কেন্দ্রের
আজ ফের রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আবাসের ইস্যুতে ফের রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র। আবাস যোজনার বরাদ্দের ইস্যুতে গত ১৫ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্রের প্রতিনিধি দল বাংলা থেকে ঘুরে যাওয়ার আট মাসের মাথায় চিঠি এল রাজ্যের পঞ্চায়েত দফতরে। জানা যাচ্ছে, বাংলার তিন জেলায় অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ রয়েছে চিঠিতে। এই তিনটি জেলা হল নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা। অভিযোগ উঠছে, আবেদনকারীদের অনেকের ক্ষেত্রে ঠিকঠাক ভেরিফিকেশন না করেই আবেদন মঞ্জুর করে দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকার সূত্রে খবর, ইতিমধ্যেই এই চিঠির উত্তর পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে।

কোন জেলার ক্ষেত্রে কী অসঙ্গতির অভিযোগ কেন্দ্রের?

নদিয়া: এই জেলার ক্ষেত্রে কেন্দ্রের অভিযোগ, ২০১৮ সালের আবাস প্লাস প্রকল্পের জন্য সার্ভে ঠিকঠাক করা হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর সুবিধা পাওয়ার জন্য যে মাপকাঠির কথা বলা ছিল, তা ঠিকঠাক মানা হয়নি বলে অভিযোগ। এমনকী যে ব্যক্তির মোটর সাইকেল রয়েছে, তাঁরও নাম উপভোক্তার তালিকায় উঠে এসেছে বলে চিঠিতে উল্লেখ করছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কোনও কোনও ক্ষেত্রে আবার প্রকল্পের নামও বদলে ফেলা হয়েছে বলে দাবি।

কালিম্পং: এই জেলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর লোগো সব জায়গায় ব্যবহার করা হয়নি বলে অভিযোগ কেন্দ্রের। কেন্দ্রীয় প্রতিনিধি দল যখন পরিদর্শনে এসেছিল, তখন সাতটি বাড়ির মধ্যে চারটিতে প্রকল্পের লোগো ব্যবহার করা হয়েছিল। বাকি তিনটির মধ্যে দু’টিতে কোনও লোগো ছিল না এবং একটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর লোগো ছাপানো ছিল বলে জানাচ্ছে কেন্দ্র।

দক্ষিণ ২৪ পরগনা: এই জেলায় আধা-পাকা বাড়িতে থেকে এক ব্যক্তির নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর তালিকায় উঠে এসেছে বলে অভিযোগ কেন্দ্রের।

Next Article