CEO: সিবিআই-এর মামলায় অভিযুক্ত মনোজ আগরওয়াল এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 28, 2025 | 11:29 PM

CEO: মনোজ আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে, তিনি এ মাস থেকে দায়িত্ব সামলাবেন। আগামী ছাব্বিশের নির্বাচন তাঁর দায়িত্বেই হবে বলে জানা গিয়েছে। 

CEO:  সিবিআই-এর মামলায় অভিযুক্ত মনোজ আগরওয়াল এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজকুমার আগরওয়াল। তাঁর অধীনে হবে বিধানসভা ভোট। আগের পর্যায়ে সিইও ছিলেন আরিজ আফতার। তাঁকে বেশ কয়েকটি ভোট পরিচালনা করতে দেখা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তিন মাস আগেই অবসর গ্রহণ করেছেন।  তিনি অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত সিইও হিসাবে ছিলেন দিব্যেন্দু দাস।

মনোজ আগরওয়াল বর্তমানে বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে, তিনি এ মাস থেকে দায়িত্ব সামলাবেন। আগামী ছাব্বিশের নির্বাচন তাঁর দায়িত্বেই হবে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দ্বায়িত্ব নেওয়ার পর তাঁকে অন্য সব দ্বায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে। তিনি শুধু মাত্র রাজ্য নির্বাচন দফতরের দায়িত্ব সামলাবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তিনিই মুখ্য নির্বাচনী আধিকারিক পদে থাকবেন বলে কমিশন সূত্রের খবর।

তবে মনোজ আগরওয়ালের বিরুদ্ধে এর আগে দুর্নীতির মামলা করেছিল সিবিআই। ২০০৯ সালে নিউ দিল্লির DDA এর ল্যান্ড ডিপার্টমেন্টে থাকাকালীন মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আর বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। সিবিআই-এর একটি টিম আগরওয়ালের আটটি সরকারি ও আবাসনে অভিযান চালায়। দিল্লিতে চারটি, গাজিয়াবাদে দুটি এবং মথুরায় দুটি আবাসনে তল্লাশি চালান তদন্তকারীরা। তল্লাশিতে কয়েক কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধার করা হয়।  বাড়ি থেকে ২.৭৫ লক্ষ টাকা নগদ, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ৫০ লক্ষ টাকা স্থায়ী আমানত বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও বেশ কিছু অস্থায়ী সম্পত্তির হদিশ মেলে।