
কলকাতা: এক জন ভোটারের নামও বাদ দিতে চায় না নির্বাচন কমিশন। কমিশনের কাছে প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ণ। ভোটার দিবসে সব রাজনৈতিক দলের কাছে দাবি করলেন সিইও মনোজ আগরওয়াল। কোনও ভোটারের নাম বাদের নির্দেশ কমিশন কখনই দেয়নি। রাজ্যের ৯০ হাজার বিএলও-র এক জনও এই কথার প্রমাণ দিতে পারলে পদক্ষেপ হবে।
নির্বাচন কমিশনের CEO মনোজ আগরওয়াল বলেন, “কমিশন কখনই এটা বলতে পারে না। বাইরে থেকে কে কী বলেছে, জানি না। কেউ বলছে এক কোটি নাম বাদ যাবে, কেউ বলছে ২ কোটি নাম বাদ যাবে, বাইরে রাজনৈতিক কথাবার্তা চলছে। কমিশনের কাছে এক-এক ভোটার গুরুত্বপূর্ণ। না কোনও ভোটারকে আমরা বাদ দিতে পারি, না কোনও ভোটারকে বাদ দিতে চাই, না কোনও নির্দেশ রয়েছে, কাকে বাদ দেব! প্রায় ২৯৪ বুথ থেকে বিএলও-রা এসেছেন, এখানে ৯০ হাজার বিএলও রয়েছেন, কেউ কি বলতে পারবেন, তাঁদের ওপর উপর থেকে কোনও নির্দেশ রয়েছে নাম বাদ দেওয়ার জন্য!”
স্বাভাবিকভাবেই CEO-র বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি যেটা বলেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের কথার উত্তর। কিন্তু সেই উত্তর দিতে এত দেরি হল কেন? প্রথমই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম আমি বাদ দিতে দেব না। তখনই সেটা বলে দিলে হত! আজকে ১০০ জনের ওপর লোকের মৃত্য়ুর পর বলতে হল, ১ কোটি ৩০ লক্ষকে রাস্তায় দাঁড় করাল! তারপর বলছেন এক জনকেও বাদ দিতে চাই না।”
এদিকে, কমিশন সূত্রে খবর, রাজ্যের আনম্যাপড ভোটারদের ১০ শতাংশ হাজিরাই দেননি শুনানিতে। রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা ৩২ লক্ষ। তাঁদের মধ্যে যদি ১০ শতাংশ হাজিরা না দেন, প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। নাম বাদ দেওয়ার আগে ফের স্ক্রুটিনি করতে পারে কমিশন।