RG Kar: সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেইনি? CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 23, 2024 | 8:00 PM

RG Kar: সূত্রের খবর, গত ১৪ই অগস্ট দিল্লি থেকে আসেন CFSL-এর বিশেষজ্ঞরা। তাঁরা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তাঁরা। করিডর থেকে শুরু করে লিফট, করিডোর সমস্ত জায়গাগুলি তিন ঘণ্টা চল্লিশ মিনিট ধরে পরীক্ষা করেন তাঁরা।

RG Kar: সেমিনার রুমে তিলোত্তমার সঙ্গে কিছু ঘটেইনি? CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল কেন্দ্রীয় ফরেন্সিক দল
CBI-কে বিস্ফোরক রিপোর্ট দিল CFSL
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আরজি কর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য। সেমিনার হল অর্থাৎ যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল তিলোত্তমার সেটি কি আদৌ ঘটনাস্থল? নাকি অন্য কোনও জায়গায় খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছিল? কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির বিস্ফোরক সেই রিপোর্ট টিভি ৯ বাংলার হাতে। তিলোত্তমার সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তির চিহ্ন বা প্রয়োজনীয় প্রমাণ তথাকথিত সেমিনার রুমের ঘটনাস্থলে মেলেনি উল্লেখ সিএফএসএল (CFSL)-এর রিপোর্টে। তবে আদৌ সেমিনার রুমে কোনও ঘটনাই ঘটেনি?

সূত্রের খবর, গত ১৪ই অগস্ট দিল্লি থেকে আসেন CFSL-এর বিশেষজ্ঞরা। তাঁরা পৌঁছন চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে। ঘটনাস্থল খুঁটিয়ে পরীক্ষা করেছিলেন তাঁরা। করিডর থেকে শুরু করে লিফট, করিডোর সমস্ত জায়গাগুলি তিন ঘণ্টা চল্লিশ মিনিট ধরে পরীক্ষা করেন তাঁরা। বিশেষজ্ঞদের একটাই উদ্দেশ্য ছিল এই ঘটনা কীভাবে ঘটেছে তার কোনও সূত্র পাওয়া যায় কি না।

সিবিআই-কে দেওয়া রিপোর্টে সিএফএসএল জানিয়েছে, সেমিনার রুমে ধস্তাধস্তির কোনও চিহ্ন মেলেনি। শুধুমাত্র ম্যাট্রেসে মাথা এবং পেটের নিচের জায়গায় রক্তের দাগ মিলেছে। যা থেকে স্পষ্ট নির্য়াতিতার দেহ কোনও জায়গা থেকে নিয়ে এসে ম্যাটট্রেসে শোয়ানো হয়। যার ফলে নির্দিষ্ট ওই জায়গা দু’টিতে ওই রক্তের দাগ মিলেছে। ফরেন্সিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, “যেখানে মৃতদেহ ছিল বলা হয়েছে আর ম্যাটট্রেসে যে সমস্ত দাগ-চিহ্ন দেখা গিয়েছে, এই দুটির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টে যে সমস্ত আঘাত দেখা গিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য নেই। তাই সন্দেহ হচ্ছে এটাই কি সিন অফ ক্রাইম?”

 

Next Article