
কলকাতা: পোস্তা ও বড়বাজারের বিস্তীর্ণ এলাকায় বেআইনিভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে রাস্তাতেই বচসায় জড়ালেন তৃণমূল ও বিজেপি কাউন্সিলররা। কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমারের সামনেই দুই পক্ষ বিতণ্ডায় জড়ায়। এমনকি, বেআইনি পাকিংয়ের জন্য উত্তর কলকাতার সাংসদের দিকেও আঙুল তোলেন শাসকদলেরই কাউন্সিলর। নিজের দলের কাউন্সিলরকে কার্যত ধমক দিয়ে থামাতে দেখা যায় মেয়র পারিষদকে। রাস্তায় এভাবে দুই পক্ষের বচসা দেখে ভিড়ও জমে যায়।
কলকাতা পৌরনিগমের ২২, ২৩ এবং ৪২ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠছে। ২২ ও ২৩ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে। আর তৃণমূলের দখলে ৪২ নম্বর ওয়ার্ড। তবে এই ওয়ার্ডটিও আগে বিজেপির দখলে ছিল। পোস্তার কে কে টেগোর স্ট্রিট-সহ বড়বাজারের বিস্তীর্ণ এলাকা এই ওয়ার্ডগুলির মধ্যে পড়ে।
কলকাতা পৌরনিগমের অধিবেশনে বেআইনি পার্কিংয়ের অভিযোগ নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি কাউন্সিলররা। সোমবার মেয়র পরিষদ সদস্য (MIC) দেবাশিস কুমার সেই এলাকায় বেআইনি পার্কিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে যান। কিন্তু মেয়র পারিষদের ওই এলাকায় যাওয়ার খবর আগেই জানাজানি হয়ে যায়। বিজেপির দাবি, মেয়র পারিষদ আসছেন জেনে সকাল থেকেই বেআইনি পার্কিংয়ের পরিচিত ছবি উধাও হয়ে যায়।
এরপর ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের অফিসে বৈঠক করেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার। সেই বৈঠকে হাওড়া ট্র্যাফিক গার্ডের ওসি-সহ ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা ও ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা উপস্থিত ছিলেন।
ওই বৈঠক শেষেই যাবতীয় বেআইনি পার্কিংয়ের জন্য বিজেপি কাউন্সিলরদের কাঠগড়ায় তুলতে থাকেন তৃণমূল কাউন্সিলর। বিজেপি কাউন্সিলরদের দোষারোপের সময় তাঁকে বলতে শোনা যায়, স্থানীয় সাংসদ এই ঘটনার পিছনে রয়েছেন। প্রসঙ্গত, এই এলাকায় উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যার সাংসদ তৃণমূলের বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বিজেপি কাউন্সিলরদের দিকে বারবার করে আঙুল তুলে সরব হতে দেখা যায় তৃণমূল কাউন্সিলরকে। তখন মেয়র পারিষদ তাঁর দলের কাউন্সিলরকে চুপ করতে বলেন। কিন্তু তাতেও থেমে যাননি ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা। পাল্টা বিজেপি কাউন্সিলররা তৃণমূল কাউন্সিলরের দিকে একাধিক অভিযোগের আঙুল তুলতে থাকেন। এরপর মেয়র পারিষদ কার্যত ধমক দিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেন দলের কাউন্সিলরকে।
বেআইনি পার্কিংয়ের অভিযোগ নিয়ে মেয়র পারিষদ বলেন, “আমরা আজ এলাম। দেখলাম কোনও সমস্যা নেই। কাউন্সিলররাও বললেন, আজ সমস্যা নেই। অন্যদিন নিশ্চয় থাকে, না হলে অভিযোগ আসবে কেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। মাঝে মাঝে এরকম পরিদর্শন করা হবে। এখানে সারাদিন লোডিং-আনলোডিং হয়। সেগুলো থাকবে। তার মধ্যেও যাতে নিয়ম মেনে সব করা হয়, তার চেষ্টা চলছে।”
বেআইনি পার্কিং নিয়ে মীনাদেবী পুরোহিত বলেন, “সমস্যা তো রয়েছেই। আজ মেয়র পারিষদ নিজে এসেছেন। সব দেখলেন।” বিজেপি কাউন্সিলর বিজয় ওঝার বক্তব্য, “মেয়র পারিষদের আসার কথা কীভাবে সবাই জেনে গেলেন, সেটা জানি না। আজ সেজন্য সকাল থেকেই সবকিছু ঠিক ছিল।” অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের তোপ দেগে তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা বলেন, “এই সমস্যা দীর্ঘদিনের। বামফ্রন্টের সময় থেকে। বিজেপি কাউন্সিলররা মুখে বলছেন। কিন্তু, কোনওদিনও অভিযোগ দায়ের করেননি। বিজেপি কাউন্সিলররা এতে জড়িত রয়েছেন।”