
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরের বেশি তিনি জেলে রয়েছেন। একাধিক মামলায় জামিন পেলেও জেলমুক্তি হয়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরই মধ্যে এবার নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠনের হ্যাট্রিক সিবিআইয়ের। পার্থ চট্টোপাধ্যায়-সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে পরপর তিন মামলায় চার্জ গঠন। আজ, সোমবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নবম দ্বাদশ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠন পার্থর বিরুদ্ধে। চার্জ গঠন বিধায়ক জীবন সাহার বিরুদ্ধেও।
প্রসঙ্গত, ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক নিয়োগ মামলায় নাম জড়ায় তাঁর। সেই থেকে এখনও (২০২৫ সালের সেপ্টেম্বর) পর্যন্ত জেলেই দিন কাটছে তাঁর। এমনকী, নাম জড়িয়েছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়েরও। কাঁড়ি-কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল তাঁর বাড়ি থেকে।