HS Exam Result 2025: সবার আগে দেখে নিন নম্বর, উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে এই লিঙ্কে ক্লিক করুন

HS Exam Result 2025: নীচের লিঙ্কে ক্লিক করলেই সবার আগে জানতে পারবেন ফলাফল। ফর্মটি ফিলাপ করে সাবমিট করলেই ফল প্রকাশের পরেই পড়ুয়াদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে রেজাল্ট জানতে কোন কোন পদক্ষেপ অনুসরণ করতে হবে দেখে নিন।

HS Exam Result 2025: সবার আগে দেখে নিন নম্বর, উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে এই লিঙ্কে ক্লিক করুন

May 07, 2025 | 8:51 AM

কলকাতা: ৫০ দিনের মাথায় সামনে আসতে চলছে এবারের উচ্চমাধ্যমিকের ফল। বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিসে হবে সাংবাদিক বৈঠক। সেখান থেকেই হবে ফল প্রকাশ। প্রসঙ্গত, গত ৩ মার্চ শুরু হয়েছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অ্য়াপের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে দুপুর ২টো থেকে। কিন্তু, এদিনই হাতে পাওয়া যাচ্ছে না মার্কশিট। ৮ মে তা দেওয়া হবে।

নীচের লিঙ্কে ক্লিক করলেই সবার আগে জানতে পারবেন ফলাফল। দিতে হবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর। মুহূর্তেই মোবাইলে চলে আসবে সম্পূর্ণ রেজাল্ট। মুহূর্তেই দেখা যাবে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সংশ্লিষ্ট পড়ুয়া।  

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু, এবার এক ধাক্কায় তা অনেকটাই নেমে যায়। প্রায় ২ লক্ষেরও বেশি। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্য়াও বেশি। ছাত্রদের থেকে ৪৫ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী এবার পরীক্ষা দেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল মোট ৭৯৮টি।