কলকাতা: রাজ্যের ৩৩৯ কেন্দ্রে চলছে পঞ্চায়েতের ভোটের (Panchayat Election 2023) গণনা। প্রতি গণনাকেন্দ্রে রয়েছে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। রাজ্যে গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ৬৩ হাজার ২২৯। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯,৭৩০। জেলা পরিষদের আসন সংখ্যা ৯২৮। রাত সাড়ে ১২টার আপডেটে জানা যাচ্ছে জেলা পরিষদে তৃণমূল জয়ী হয়েছে ১৪৫টি আসনে। এগিয়ে রয়েছে ২০৮ আসনে। সেখানে বিজেপি জয়ী হয়েছে ২টি আসনে। এগিয়ে রয়েছে ১১ আসনে। সিপিআই খাতা খুলতে পারেনি। সেখানে সিপিএম এগিয়ে ২টি আসনে। কংগ্রেসও এগিয়ে ২টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে। টাই ২টি আসনে।
অন্যদিকে রাত ১টা পর্যন্ত পাওয়া আপডেটে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল জয়ী হয়েছে ৩,৭৬১ আসনে। এগিয়ে রয়েছে ৭৩৫ আসনে। বিজেপি জয়ী ৪৬৮ আসনে। এগিয়ে রয়েছে ১৫৯ আসনে। সিপিআই এগিয়ে রয়েছে ১টি আসনে। সিপিএম জয়ী হয়েছে ৯৮ আসনে। এগিয়ে রয়েছে ৪০ আসনে। কংগ্রেস জয়ী ১০২ আসনে। এগিয়ে ৩৩ আসনে। আরএসপি জয়ী হয়েছে ২ আসনে। অন্যান্যরা জয়ী ১২২ আসনে। এগিয়ে রয়েছে ৬ আসনে। নির্দলরা জয়ী ৯৫ আসনে। এগিয়ে ১৮ আসনে। টাই ২৫ আসনে।
অন্যদিকে রাত ১টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী ৩২,১১২ আসনে। এগিয়ে ১,২১৭ আসনে। বিজেপি জয়ী ৮,৭৩৫ আসনে। এগিয়ে ২৯৬ আসনে। সিপিআই জয়ী ২২ আসনে। এগিয়ে ২টি আসনে। সিপিএম জয়ী ২,৬৯১ আসনে। এগিয়ে ১৯১ আসনে। কংগ্রেস জয়ী ২,২৯২ আসনে। এগিয়ে ১১৫ আসনে। খাতা খুলেছে এনসিপি। জয়ী ১ আসনে। ফরোয়ার্ড ব্লক জয়ী ৪২ আসনে। এগিয়ে ৪ আসনে। অন্যদিকে আরএসপি জয়ী ৬৩ আসনে। এগিয়ে ৮ আসনে। অন্যান্যরা জয়ী জয়ী ৮০৩। এগিয়ে রয়েছে ১৪ আসনে। নির্দলরা জয়ী জয়ী ১,৮৯৪। এগিয়ে রয়েছে ৫৭ আসনে। অন্যদিকে বিএসপি এগিয়ে রয়েছে ১ আসনে। টাই ৫৫৭ আসনে।