
কলকাতা: আর জল্পনা নয়। ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। কমিশন জানিয়ে দিয়েছে, নির্ভুল ভোটার তালিকা করাই তাদের লক্ষ্য। সেজন্যই দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া হবে। আর কমিশনের ঘোষণার পরই বড় পদক্ষেপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকলেন তিনি। বুধবার সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার(DEO), সব বিধানসভার ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসার(ERO) ও রাজ্যজুড়ে সব বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
এসআইআর করার ক্ষেত্রে BLO-দের ভূমিকা অপরিহার্য। কারণ, ভোটারদের বাড়ি বাড়ি যাবেন তাঁরা। রাজ্যে গত কিছুদিনে বিএলও-দের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠছে শাসকদলের নেতাদের বিরুদ্ধে। এদিন নির্বাচন কমিশনকেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। BLO-দের নিরাপত্তার জন্য কমিশনের তরফ থেকে কোনও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে কি না, জানতে চাওয়া হয়। তার উত্তরে CEC জ্ঞানেশ কুমার বলেন, “আশা করব, এরকম ধরনের কোনও ঘটনা ঘটনা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন পদক্ষেপ করবে। আমার মনে হয় না এমন কোনও পরিস্থিতি তৈরি হবে, যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে।”
আগামী ৪ নভেম্বর থেকে বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। তার আগেই বুধবার DEO, ERO ও BLO-দের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বুধবার CEO দফতর থেকে ভার্চুয়ালি ওই বৈঠক হবে। সেখানে CEO কী কী নির্দেশ দেন, সেটাই দেখার। এদিকে, জানা গিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের তরফে SIR নিয়ে গাইডলাইন এলেই জেলায় জেলায় তা পাঠিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, অতিরিক্ত কিছু গাইডলাইন পাঠানো হবে এ রাজ্যের জন্য। এই গাইডলাইন এলেই জেলায় জেলায় তা পাঠিয়ে দেওয়া হবে সোমবার রাতেই।