AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: এসআইআর আতঙ্কে মৃত-সঙ্কটজনকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মমতার

SIR in Bengal: মমতা বলেন, “আমি প্রতিটা জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন। কিন্তু এটা হচ্ছে উন্নয়নের কাজ। আমরা কিছু ক্ষেত্রে মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগের কাজ যা চলছে চলবে, কিন্তু নতুন যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলি চটপট করে ফেলুন। আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে।”

CM Mamata Banerjee: এসআইআর আতঙ্কে মৃত-সঙ্কটজনকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: Social Media
| Edited By: | Updated on: Dec 02, 2025 | 4:22 PM
Share

কলকাতা: তৃণমূল আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী থেকে কন্য়াশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নানাবিধ উন্নয়ন যজ্ঞে সরকার কীভাবে এগিয়ে চলেছে তার খতিয়ান তুলে ধরলেন উন্নয়নের পাঁচালিতে। ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন। অন্যদিকে ভোটমুখী বাংলায় জেলাশাসকদের জন্য দিলেন বিশেষ বার্তা। এসআইআর আবহে যাতে উন্নয়নের কাজ কোনওভাবেই থমকে না যায় সেই বার্তাও দিলেন। তবে তাঁদের কাজের ভূয়সী প্রশংসাও করেন। 

মমতা বলেন, “আমি প্রতিটা জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন। কিন্তু এটা হচ্ছে উন্নয়নের কাজ। আমরা কিছু ক্ষেত্রে মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আগের কাজ যা চলছে চলবে, কিন্তু নতুন যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলি চটপট করে ফেলুন। আপনারা যারা ভাল কাজ করবেন তাঁদের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীদের বলব লক্ষ্য রাখতে। যাঁরা ডিপার্টমেন্ট লিড করেন, তাঁদের উপরেও অনেকটা নির্ভর করছে। আমার প্রত্যেকটা অফিসার খুব ভাল।” এরপরই মুখ্যসচিবের উদ্দেশ্যে বলেন, “সিএস-কে বলব এই কাজগুলি ঠিক মতো মনিটর হচ্ছে কিনা তা দেখতে। ১০ সিনিয়র অবজার্ভার তো পাঠাচ্ছি। তাছাড়া রাজ্যের তরফে একটা মনিটরিং টিম রাজ্যের তরফে করে নেওয়া হোক।” 

একইসঙ্গে এসআইআর আতঙ্কে মৃত-অসুস্থদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করতে দেখা যায় মমতাকে। প্রশাসনের কর্তাদের বিশেষ নির্দেশ দিয়ে বলেন, “এসআইআরে যাঁরা আতঙ্কে, আত্মহত্যা করে মারা গিয়েছে। ৩৯ জন মারা গিয়েছে। ১৩ জন হাসপাতালে সঙ্কটজনতক অবস্থায় রয়েছে, তার মধ্যে বিএলও রয়েছে। যাঁরা মারা গিয়েছে তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দিয়ে দাও। আর যাঁরা সঙ্কটজনক তাঁদের ১ লক্ষ টাকা করে দিয়ে দাও। ওদের পরিবার যেন ভাবে সরকার তাঁদের দুর্দিনে পাশে আছে।”