Mamata Banerjee: একে একে আসছেন নেতা, মন্ত্রী, অতিথিরা। কালীঘাট চত্বর জুড়ে নিরাপত্তা তুঙ্গে। এদিনটায় মুখ্যমন্ত্রী আর পাঁচটা বাড়ির মেয়ের মতোই নিজের হাতে মায়ের ভোগ রান্না করেন। অতিথি আপ্যায়নও নিজেই করেন। সঙ্গে থাকেন পরিবারের সদস্যরা।
কলকাতা: গতকালই ফেসবুকে বাড়ির ব্রহ্মময়ীর ছবি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই কালীপুজোর সমস্ত আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে করেন তিনি। এবারও তার অন্যথা হচ্ছে না। রবিবার তাঁর কালীঘাটের বাড়িতে পুজো শুরু হয়েছে। একে একে আসছেন নেতা, মন্ত্রী, অতিথিরা। কালীঘাট চত্বর জুড়ে নিরাপত্তা তুঙ্গে। এদিনটায় মুখ্যমন্ত্রী আর পাঁচটা বাড়ির মেয়ের মতোই নিজের হাতে মায়ের ভোগ রান্না করেন। অতিথি আপ্যায়নও নিজেই করেন। সঙ্গে থাকেন পরিবারের সদস্যরা।
মমতার বাড়ির কালীপুজো –
বাড়ির পুজোয় যজ্ঞে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশেই রয়েছেন কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বাড়ির অন্যান্য সদস্যরাও
রয়েছেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়, ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। পুজোয় প্রতিবারের মতো এবারও অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় মমতার সঙ্গেই সবসময় রয়েছেন তদারকিতে। ছেলেকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ আগেই আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেকের মা লতা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা আসেন পুজোর স্থানে। সঙ্গে আছে মেয়ে আজানিয়া। অন্যদিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছেন দেবাশিস কুমার। এলেন সুব্রত বক্সী।
স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে এসেছিলেন এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। দু’জনেই ঘণ্টাখানেক থেকে বেরিয়ে যান।