AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চলেছেন?’ দুবাই বিমানবন্দরেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রশ্নের মুখে মমতা

Mamata Banerjee: বুধবার ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদ উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২ দিনের শিল্প সফরে মুখ্য়মন্ত্রী স্পেনে যাচ্ছেন।

Mamata Banerjee: 'আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব দিতে চলেছেন?' দুবাই বিমানবন্দরেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রশ্নের মুখে মমতা
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2023 | 2:32 PM
Share

কলকাতা:  “বিমানবন্দরের লাউঞ্জে হঠাতই আমাকে দেখতে পেয়েই ডাকলেন। এটাই ওঁর সৌজন্য। আমি আপ্লুত।” ফেসবুকে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংয়ের সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, “বিমানবন্দরের লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হঠাৎ আমাকে দেখতে পেয়ে ডাকেন। কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি ওঁর সৌজন্যে আপ্লুত।” বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের জন্য তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও ফেসবুকে উল্লেখ করেছেন। এদিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে তিনি শ্রীলঙ্কাতেও আমন্ত্রণ পেলেন বলে জানিয়েছেন। একটি ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন, ‘‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’’ মমতা উত্তর দেন, ‘‘হ্যাঁ, অবশ্যই।’’ এর পরেই বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, ‘‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’’ তখন মুখ্যমন্ত্রী হেসে বলেন, “ওহ মাই গড।” তবে এটাও তিনি উত্তর দেন,  “মানুষ যদি আমাদের সমর্থন করে, তবে আগামী দিনে আমরা ক্ষমতায় আসতেই পারি।”

বুধবার ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদ উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২ দিনের শিল্প সফরে মুখ্য়মন্ত্রী স্পেনে যাচ্ছেন। মঙ্গলবারই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

যদিও দুবাইগামী বিমানটি নির্দিষ্ট সময়ে ছাড়েনি। দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় তাঁকে। দুবাই পৌঁছে আবার মুখ্য়মন্ত্রী নিজের পছন্দের ছবিও আঁকেন। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। লাল, নীল-সবজে রঙা একটি ফুল, তাতে বাহার আনতে সাদা রঙের টান। ওপরে নীলচে আভাস। বাহারি ফুলের অবয়বের সেই ছবি নীচে নিজের নাম লিখে তারিখও লিখে রাখেন মুখ্যমন্ত্রী।