Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন না মমতা, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী

Deeksha Bhuiyan | Edited By: সায়নী জোয়ারদার

Feb 05, 2024 | 6:24 PM

CM Mamata Banerjee: সোমবার বিকালেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বৈঠক ছিল। কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার বিকালে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে। ৮ তারিখ বাজেট। মাঝে সময় একেবারেই নেই। সে কারণেই তিনি যাচ্ছেন না।

Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন না মমতা, এক দেশ এক ভোট বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কথা ছিল সোমবার ঝটিকা সফরে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শেষ মুহূর্তে তা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। দিল্লি যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন তিনি। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী জানান, ৮ তারিখ বৃহস্পতিবার রাজ্য বাজেট। তাই এখন তিনি দিল্লি যাচ্ছেন না। ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ অর্থাৎ ‘এক দেশ এক ভোট’ নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর।

সোমবার বিকালেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বৈঠক ছিল। কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার বিকালে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে। ৮ তারিখ বাজেট। মাঝে সময় একেবারেই নেই। সে কারণেই তিনি যাচ্ছেন না।

মমতা জানান, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি গোটা বিষয়টি জানান। তাঁর অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন। মমতা বলেন, ‘ওয়ান নেশন ওয়ান ভোট হাই মনিটরিং কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে কথা বলি। উনি বিষয়টি সানন্দে গ্রহণ করেছেন।” মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি যেহেতু যেতে পারছেন না, তাই রামনাথ কোবিন্দকে জানিয়েছেন, তাঁর দলের দুই নেতা-সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এই বৈঠকে যোগ দেবেন।

Next Article