Sacked Teachers Protest: ‘পুলিশ সিরিয়াসলি ইনজিওরড, বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে’, সরকারের উপর ভরসা রাখতে বললেন মুখ্যসচিব
Teachers Protest: বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিসগুলিতে অভিযান চালায় চাকরিহারারা। কলকাতার কসবা ডিআই অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি।

কলকাতা: চাকরিহারাদের বিক্ষোভে বুধবার সকাল থেকে উত্তপ্ত গোটা রাজ্য। এরই মধ্যে কলকাতার কসবায় ডিআই অফিসে যে ছবি সামনে এসেছে, তাতে নতুন করে বিতর্কের মুখে পড়েছে পুলিশ। হাতে লাঠি নিয়ে পেটানোর পাশাপাশি বিক্ষোভকারীর পেটে লাথিও মারতে দেখা গিয়েছে এক পুলিশকর্মীকে। সেই ঘটনায় পুলিশ কমিশনারের পর এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য়সচিব মনোজ পন্থ।
বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব। শুরুতেই তিনি দাবি করেন, চাকরিহারাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আশ্বাস দিয়েছেন, তারপরও এই ঘটনা বাঞ্ছনীয় নয়। সরকারের উপর ভরসা রাখার আর্জি জানান তিনি। তিনি বলেন, গত ৭ তারিখ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এইসব শিক্ষক-শিক্ষিকাদের চাকরি যাতে থাকে, তার জন্য আইনি পদক্ষেপ করার কথা বলেছিলেন। কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে।
মুখ্যসচিবের দাবি, মানবিকভাবে প্রচেষ্টা করছে সরকার। সবার পাশে দাঁড়ানোর পরিকল্পনাও রয়েছে। তা সত্ত্বেও কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে, যা বাঞ্ছনীয় নয়। চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আবার আশ্বাস দিচ্ছি। সকলে শান্তি বজায় রাখুন। ভরসা রাখুন।”
পুলিশ কেন মারল, সেই প্রসঙ্গে মুখ্যসচিব দাবি করেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। পুলিশ সিরিয়াসলি ইনজিওরড (গুরুতর আহত)। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে। পুলিশ অনেক রিকোয়েস্ট করার পর বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে। তাঁর বক্তব্য, আইন শৃঙ্খলা তো নিয়ন্ত্রণ করতেই হবে।
তবে পুলিশ কি এভাবে লাথি মারতে পারে? এই প্রশ্নের উত্তরে মনোজ পন্থ বলেন, “ঠিক হয়নি। কিন্তু তারপরও সব ফুটেজ দেখা হচ্ছে। আমরা ওখানে থাকা পুলিশ আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছি। একটা ছবি দেখানো হচ্ছে। বাকি অংশ দেখানো হচ্ছে না। সব ফুটেজ খতিয়ে দেখা হবে।”

