AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala Accident: স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু ছাত্রের, বিক্ষোভে জ্বলছে বেহালা

Behala Accident: শুক্রবার সকালে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। দেহ আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

Behala Accident: স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু ছাত্রের, বিক্ষোভে জ্বলছে বেহালা
পুলিশের গাড়িতে আগুন (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 9:41 AM
Share

কলকাতা: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। খাস কলকাতায় লরির ধাক্কায় মৃত্যু ৫ বছরের শিশুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার বাবা। বেহালার চৌরাস্তার কাছে বড়িশা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল দ্বিতীয় শ্রেনির ছাত্র। যাওয়ার পথে বেপরোয়া গতির বলি হতে হয়েছে ওই শিশুকে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছে বেহালা। ডায়মন্ড হারবার রোড সহ আশপাশের সবকটি রাস্তাই অবরুদ্ধ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একের পর এক পুলিশের গাড়িতে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

বেহালা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন একটি দুর্ঘটনায় পুলিশের দিকেই আঙুল তুলছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে ঘটনার পর একেবারে রণংদেহী চেহারায় স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ ও বড়িশা স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুলের সামনে পড়ুয়াদের সুরক্ষা কোথায়, এই প্রশ্ন তুলেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই রাস্তায় ট্রাফিকের কোনও নিয়ম মানা হয় না, সে দিকে কোন নজরই নেই পুলিশ। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার বিস্ফোরক অভিযোগও জানাচ্ছেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ টাকা নেয় বলেই ওই রাস্তা দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যায় লরি। তার জেরেই আজকের এই ঘটনা বলে অভিযোগ। তাঁদের প্রশ্ন, আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? তাঁরা বলছেন, একদিন নয়, বারবার এমন ঘটনা ঘটছে, তা সত্ত্বেও হুঁশ ফিরছে না পুলিশ প্রশাসনের।

পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। প্রথমে পুলিশ ভ্যান ও পরে বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় বাসে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করছে পুলিশ। নামানো হয়েছে র‌্যাফ। কাঁদানে গ্যাসের সেল ছুড়েও বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।