Chinar Park: পুজো দিতে গিয়েছিলেন, স্বামীকে যে অবস্থায় দেখলেন, ঠাকুরঘরেই কিনা… এক মুহূর্তে পায়ের তলার মাটি সরল স্ত্রীর

Chinar Park: দেবব্রত একটি নামী বেসরকারি সংস্থায় কাজ করতেন।  দু'বছর আগে এই অভিজাত আবাসনে দোতলায় টু এন ফ্ল্যাট কিনেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। একমাত্র ছেলে।

Chinar Park: পুজো দিতে গিয়েছিলেন, স্বামীকে যে অবস্থায় দেখলেন, ঠাকুরঘরেই কিনা... এক মুহূর্তে পায়ের তলার মাটি সরল স্ত্রীর
এই আবাসনেই অস্বাভাবিক মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 13, 2025 | 1:10 PM

কলকাতা: বেসরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মী। ভালই বেতন। বছর দুয়েক আগে অভিজাত আবাসনে ফ্ল্যাট কেনেন। ছেলে পড়ে নামী বেসরকারি স্কুলে পড়াশোনা করে। সকাল থেকেই ঘরে পাওয়া যাচ্ছিল না তাঁকে। স্ত্রী-সন্তান ভেবেছিলেন হয়তো বাইরে বেরিয়েছেন। কিন্তু ঠাকুরঘরের দিকে কেউ খেয়াল করেননি। ঠাকুরঘরে পা রাখতেই বুকটা ছ্যাৎ করে উঠল স্ত্রীর। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছেন স্বামী। চিনার পার্কে অভিজাত আবাসনের টু এন ফ্লাট থেকে  উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবব্রত সরকার (৪৮)।
উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবব্রত একটি নামী বেসরকারি সংস্থায় কাজ করতেন।  দু’বছর আগে এই অভিজাত আবাসনে দোতলায় টু এন ফ্ল্যাট কিনেছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। একমাত্র ছেলে। তিনি নামী বেসরকারি স্কুলে ফিজ এবং এক্সামিনেশন ফিজ দীর্ঘদিন ধরে বকেয়া ছিল।

রবিবার ছুটির দিনে বাড়িতে ছিলেন দেবব্রত। ছেলের স্কুলের ফিজ় নিয়ে স্ত্রী সঙ্গে ঝামেলা হয় তাঁর। তার জেরেই আত্মহত্যা কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।