Chinar Park: চিনারপার্কে প্রোমোটারের স্ত্রীর ঘরে ঢুকলেন CISF ইন্সপেক্টর… বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন, বদ্ধ ঘরে যা করলেন.. CCTVতে ধরা পড়ল সবটা

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 26, 2025 | 4:31 PM

Chinar Park: গত ১৮ তারিখ চিনারপার্কের প্রোমোটার এস কে সিং-এর বাড়িতে আয়কর আধিকারিক সেজে  রাত দুটোর সময়ে হানা দেন সিআইএসএফ আধিকারিক, কনস্টেবলরা। তাঁদের মধ্যে এক জন লেডি কনস্টেবল ছিলেন বলে অভিযোগ।

Chinar Park: চিনারপার্কে প্রোমোটারের স্ত্রীর ঘরে ঢুকলেন CISF ইন্সপেক্টর... বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন, বদ্ধ ঘরে যা করলেন.. CCTVতে ধরা পড়ল সবটা
চিনার পার্কে ভয়ঙ্কর ঘটনা!
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর কর্তা-জওয়ানরা! যদিও তাঁরা পরিচয় দিয়েছিলেন নিজেদের আয়কর আধিকারিক হিসাবে। তারপর ঢুকে যায় প্রোমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরে! চিনার পার্কে যা ঘটল… তা শুনলে চমকে উঠবেন।

আয়কর আধিকারিক সেজে চিনার পার্কে প্রোমোটারের বাড়িতে লুঠ। গ্রেফতার সিআইএসএফ ইন্সপেক্টর, হেড কনস্টেবল-সহ চার জন সিআইএসএফ কনস্টেবল।

জানা যাচ্ছে, গত ১৮ তারিখ চিনারপার্কের প্রোমোটার এস কে সিং-এর বাড়িতে আয়কর আধিকারিক সেজে  রাত দুটোর সময়ে হানা দেন সিআইএসএফ আধিকারিক, কনস্টেবলরা। তাঁদের মধ্যে এক জন লেডি কনস্টেবল ছিলেন বলে অভিযোগ। প্রথমে বাড়ির দরজায় বেল বাজান তাঁরা। এক মহিলা দরজা খোলেন। সিআইএসএফ আধিকারিক বাড়িতে ঢুকে পড়েন। অভিযোগ, এরপর প্রত্যেকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর যথেচ্ছভাবে লুঠপাট চলে বলে অভিযোগ।

একতলার একটি ঘরে বৃদ্ধা ছিলেন। তাঁর ঘর থেকে তিন লক্ষ টাকা নগদ ও ২০ ভরি সোনার গয়না লুঠ করেন বলে অভিযোগ। এরপর এসকে সিংয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী আরতি সিংয়ের ঘরে ঢোকেন অভিযুক্তরা। কিন্তু তার ঘর থেকে কিছুই নেওয়া হয়নি। তাতেই সন্দেহ এস কে সিংয়ের প্রথম পক্ষের মেয়ের। তারপরই তিনি বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে বাগুইআটি থানার পুলিশ বাড়ি ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। প্রথমে গাড়ির নম্বর ধরে গাড়ির হদিশ পায় পুলিশ। অভিযোগকারী বলেন, “আমাদের বাড়িতে ৬ জন মতো লোক এসেছিল। ওরা আইটি অফিসার পরিচয় দিয়েছিল। বেল মেরে ঢোকে। ধাক্কা মেরে ফোন ছিনিয়ে ভিতরে ঢোকে। আমি আমার সিকিউরিটিকে ফোন করি।”