Chinar Park: দরজার পিছনে ট্রলি ব্যাগ, আর তাতেই থরে থরে সাজানো ৩ কোটি টাকা! চিনার পার্কে অবিনাশের বাড়িতে গিয়ে থ্ পুলিশ

Chinar Park: গত মঙ্গলবার সল্টলেকের একটি আন্তর্জাতিক কল সেন্টারের দফতরে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। তল্লাশিতে কলসেন্টার থেকে ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়ি থেকে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার হয়।

Chinar Park: দরজার পিছনে ট্রলি ব্যাগ, আর তাতেই থরে থরে সাজানো ৩ কোটি টাকা! চিনার পার্কে অবিনাশের বাড়িতে গিয়ে থ্ পুলিশ
উদ্ধার হওয়া টাকাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 28, 2025 | 11:47 PM

কলকাতা:  সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় অভিযান চালিয়ে বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারের হদিস পেয়েছিল বিধাননগর পুলিশ। সেই সূত্রেই অভিযান চলে চিনারপার্ক অবিনাশ আগরওয়ালের বাড়িতে। বাড়ির দরজার পিছনে লুকনো ট্রলি ব্যাগ। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীগের। ট্রলির ভিতরে থরে থরে সাজানো টাকা। অবিনাশ বেআইনি কল সেন্টারের মালিক। তাঁর বাড়ি থেকে ৩ কোটি ২ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।

গত মঙ্গলবার সল্টলেকের একটি আন্তর্জাতিক কল সেন্টারের দফতরে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। তল্লাশিতে কলসেন্টার থেকে ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে কল সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে পীযূষের বাড়ি থেকে আরও ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। তাঁকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এদিন চিনার পার্কে তাঁর বাড়িতে আবার তল্লাশি চলে।

পুলিশের দাবি, কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা কর অবিনাশের সংস্থা।  বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তরফ থেকে সেক্টর ফাইভে লাগাতর তল্লাশি চলছে। ইতিমধ্যেই একাধিক ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছে। তদন্তে জানা গিয়েছে, এই প্রতারণাচক্রে বিটকয়েনের মাধ্যমে নেওয়া হত টাকা। তার পরে সেই কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন, মাস কয়েক ধরে চলছিল এই চক্র।