কলকাতা: Federation of American Scientists বা ফ্যাস চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল। রিপোর্টে বলা হয়েছে, ডোকালাম ইস্যুর পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক এবং ডিআরডিও যেকটি আধুনিক সমরাস্ত্র তৈরি করেছে, সেগুলিকে নিজেদের পাখির চোখ করে রেখেছে চিন। এখানেই শেষ নয়, পরমাণু অস্ত্র এবং সেই অস্ত্রবাহী মিসাইল এবং যুদ্ধবিমানের ওপরেও চিন সর্বদা নিজেদের চোখ রেখেছে। তারা এই কাজটি ব্যবহারের জন্য নিজেদের “ওয়েব স্পাই” আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। রিপোর্টে এও স্পষ্ট করে দেওয়া হয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তান এবং চিনের মোকাবিলায় নিজেদের পারমাণবিক অস্ত্র এবং সেগুলি বহন করার মতো মিসাইলকে আধুনিকীকরণ করেছে। তাই পাকিস্তানের কথা মেনে চিন্তার বিশেষ প্রযুক্তি দিয়ে এগুলির ওপর সরাসরি নজর রেখেছে।
গত এক দেড় বছরে ভারতীয় সেনা মোট চার রকমের পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেগুলির ওপর চিনের তরফে বিশেষ নজরদারি করা হয়েছে বলে রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের হাতে মোট ৮ রকমের পারমাণবিক অস্ত্র এবং সেগুলি বহন করার মিসাইল এবং যুদ্ধবিমান রয়েছে। দুই রকমের আধুনিক যুদ্ধবিমান, চার রকমের স্থল থেকে আকাশ এবং স্থল আঘাতকারী ব্যালাস্টিক মিসাইল, দুই রকমের জাহাজ থেকে স্থলে আঘাতকারী ব্যালাস্টিক মিসাইল রয়েছে। আরো চার রকমের পারমাণবিক অস্ত্র বহনকারী সমস্ত তৈরি করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। সেগুলির নিখুঁত তথ্য ইতিমধ্যেই হাতে পেতে নিজেদের আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।