Chingrighata metro: ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করল মেট্রো, এবার আলাদা-আলাদা রুটে ভাগ করে দেওয়া হল চিংড়িহাটার রাস্তা

Kolkata Metro:চিংড়িহাটা মেট্রোর ৩৬৬ মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে বারবার বলা হচ্ছিল। ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটার অংশে রাস্তা রাতের বেলায় অন্তত তিনদিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল।

Chingrighata metro: ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করল মেট্রো, এবার আলাদা-আলাদা রুটে ভাগ করে দেওয়া হল চিংড়িহাটার রাস্তা
চিংড়িহাটা মেট্রোImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2026 | 1:31 PM

কলকাতা: অবশেষে আশার আলো দেখা যাচ্ছে কবি সুভাষ-কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজের সমাধানের ব্যাপারে। চিংড়িহাটায় গত এক বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ। বিভিন্ন কারণ দর্শিয়ে সেই কাজ সম্পূর্ণ করা যাচ্ছিল না। তবে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কড়া হতেই নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ।

গাড়ি চলাচল কোন দিক থেকে হচ্ছে?

  • মেট্রোর কাজ যাতে দ্রুত এগোয় সেই কারণে উত্তরমুখী অর্থাৎ সাইন্স সিটির দিক থেকে যে রাস্তা উল্টোডাঙার দিকে যাচ্ছে, ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ থেকে নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু করেছে পুলিশ।
  • ক্যাপ্টেন ভেড়ির দিক থেকে প্রায় ৪৫০ মিটার অংশ ডাইভারশন বা রাস্তা ঘুরিয়ে চিংড়িহাটা উড়ালপুল পেরিয়ে বাঁদিকের অংশ থেকে গাড়ি বের করানোর কাজ শুরু করা হয়েছে।
  • মেট্রোর করিডরের নীচ দিয়ে নতুন রাস্তা দীর্ঘ কয়েক মাস আগেই তৈরি হয়ে গিয়েছিল। চিংড়িহাটা উড়ালপুলের ওঠার আগে রাস্তাটিকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে।
  • উল্টোডাঙা ট্রাফিক গার্ড সূত্রে খবর, এবার থেকে বাস এবং মালবাহী যানগুলি ক্যাপ্টেন ভেড়ির সামনে দিয়ে ঢুকে চিংড়িহাটার দিকে বেরোবে।
  • বাইক, ট্যাক্সি বা ছোট ছোট গাড়িগুলি আগের মতই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়েই যাতায়াত করবে।

চিংড়িহাটা মেট্রোর ৩৬৬ মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে বারবার বলা হচ্ছিল। ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটার অংশে রাস্তা রাতের বেলায় অন্তত তিনদিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু কোনও অনুরোধেই কোন কাজ না হওয়ায় বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয়।তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে রীতিমত রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশকে ভর্ৎসনা করেন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় জটিলতার সমাধানের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশকে। এরপরই দেখা গেল, দীর্ঘ মাঝ আগে তৈরি হয়ে যাওয়া রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হল।

যদিও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, “এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো সঙ্গে তাঁর কথা হয়েছে। সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা চলছে।”

উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড সূত্রে খবর, নতুন এই ডাইভারশন চালু হয়ে যাওয়ায় চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার অংশটি ফাঁকা থাকবে ব্যস্ত সময়েও। একই সঙ্গে রাতের বেলায় রাস্তা ব্লক করে দিলেও আর কোনও সমস্যা থাকবে না।

তবে উত্তরমুখী রাস্তার সমাধান পাওয়া গেলেও দক্ষিণ মুখী অর্থাৎ সাইন্স সিটি বা গড়িয়া মুখী যানগুলিকে কোন দিক থেকে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে কলকাতা ট্রাফিক সূত্রে খবর।