CID: সুতির স্কুলে প্রধান শিক্ষকের ছেলের চাকরিতে ‘বেনিয়ম’, CID-র জালে শিক্ষাকর্তা

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2023 | 4:32 PM

CID: অভিযোগ, ভুয়োভাবে নিযুক্ত শিক্ষক অনিমেশ তিওয়ারির বেতন সংক্রান্ত ফাইল তিনি আপলোড করেছিলেন। সেই ভিত্তিতেই বেতন চালু হয় ভুয়ো শিক্ষক অনিমেশের।

CID: সুতির স্কুলে প্রধান শিক্ষকের ছেলের চাকরিতে বেনিয়ম, CID-র জালে শিক্ষাকর্তা
গোথা স্কুলের ঘটনায় গ্রেফতার আরও এক
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: মুর্শিদাবাদের সুতির গোথা স্কুলে প্রধান শিক্ষকের ছেলের চাকরিতে বেনিয়মের অভিযোগে সিআইডি আরও একজনকে গ্রেফতার করল। ধৃতের নাম সুশীল বর্মন। তিনি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অব স্কুল পদে কর্মরত ছিলেন। অভিযোগ, ভুয়োভাবে নিযুক্ত শিক্ষক অনিমেশ তিওয়ারির বেতন সংক্রান্ত ফাইল তিনি আপলোড করেছিলেন। সেই ভিত্তিতেই বেতন চালু হয় ভুয়ো শিক্ষক অনিমেশের। তারপর থেকে সেই ফাইল গায়েব।

প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানে সিআইডি-র তরফ থেকে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্ট জমা দেওয়া হয় স্কুল শিক্ষা দফতরের তরফেও। সিআইডি- রিপোর্টে উল্লেখ করে স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার প্রয়োজন। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে সিআইডি একজনকে গ্রেফতার করে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসে মুর্শিদাবাদের সুতির গোথা এ আর রহমন হাইস্কুলের নামও। এই স্কুলের খোদ প্রধান শিক্ষকের ছেলের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ, ভুল নথি দেখিয়ে চাকরি পেয়েছেন অনিমেশ। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার সিআইডি আধিকারিকরা স্কুলে তল্লাশিও চালান। গ্রেফতার করা হয় স্কুলের প্রধান শিক্ষককে। তবে পাঁচ মাস গায়েব ছিলেন অনিমেশ। পঞ্চায়েত নির্বাচনে গ্রামে ভোট দিতে এসে গ্রেফতার হন অনিমেশ।

এই ঘটনায় আগেই স্কুল শিক্ষা দফতরের তিন জনকে গ্রেফতার করা হয়। পূরবী বিশ্বাস, অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি নামে তিন জনকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। তিনজনের মধ্যে পূরবী বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত ডিআই। বাকি দু’জন ক্লার্ক  ছিলেন। এবার চতুর্থ আরও একজন সিআইডি-র জালে।

Next Article